ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশীসহ আহত সতেরো

সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৪:১২, ২০ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মির্জাপুরে ট্রাকচালক ও হেলপার, চট্টগ্রামে বাস হেলপার, ফরিদপুরে এক যাত্রী নিহত ও ১০ জন আহত এবং সাভারে এক বিদেশীসহ সাতজন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মির্জাপুর ॥ ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ট্রাকচালক শফিকুল ইসলাম (৪০) ও হেলপার সোহেল (২২)। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক মহাসড়কের ওই স্থানে বিকল হয়। বিকল ট্রাকটি চালক শফিকুল ও হেলপার সোহেল মেরামত করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে চালক শফিকুল ও হেলপার সোহেল ঘটনাস্থলেই নিহত হন। চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা বাইপাস এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছেন। তার নাম নাসির উদ্দিন (২৭)। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিঠাছরা বাইপাস এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি লোকাল বাসের চালক গাড়ি থামিয়ে যাত্রী নামিয়ে হঠাৎ দ্রুতগতিতে চালাতে শুরু করলে সহকারী নাসির পা ফসকে পড়ে যায়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফরিদপুর ॥ ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গেলে একজন নিহত ও ১০ জন আহত হন। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অমিত হাসান (৪৫)। তিনি ওই বাসের সুপারভাইজার। তার বাড়ি বরিশাল জেলায়। এ ঘটনায় ওই বাসের ১০ যাত্রী আহত হয়। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার ॥ আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বিদেশী নাগরিকসহ আহত হয়েছে ৭ জন। আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘পল্লীবিদ্যুত’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাজধানীর বারিধারা এলাকা থেকে মাইক্রোবাসযোগে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) নতুন জোনে অবস্থিত ‘এলএসআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার পরিচালক ফিলিপিন্সের নাগরিক মেরি চিলা পারিসসহ ৭ জনকে বহনকারী মাইক্রোবাসটি ‘পল্লীবিদ্যুত’ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে ‘পলাশ’ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা একটি বাসকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা কারখানার পরিচালক মেরি চিলা পারিস, এজিএম নজরুল আহমেদ, কোয়ালিটি ম্যানেজার আজাদসহ ৭ জন গুরুতর আহত হন।
×