ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় জঙ্গী দমনে ডিফেন্স পার্টি

প্রকাশিত: ০৪:১১, ২০ জুন ২০১৬

খুলনায় জঙ্গী দমনে ডিফেন্স পার্টি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জঙ্গী তৎপরতা, নাশকতা ও সন্ত্রাস দমনে জনসচেতনতা-জনসম্পৃক্ততা বৃদ্ধিকল্পে খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘ডিফেন্স পার্টি’ গঠন করা হয়েছে। রবিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূর-ই-আলম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, র‌্যাব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, বিজিবি খুলনা সেক্টরের সিও লেঃ কর্নেল আরিফুল হক, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, পুলিশ পরিদর্শক ত.ম. রোকনুজ্জামান প্রমুখ। নড়াইল নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, জঙ্গী দমন, গুপ্ত হত্যা ও সন্ত্রাসী কর্মকা- প্রতিরোধে লোহাগড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ভিলেজ ডিফেন্স পার্র্টি গঠনের লক্ষ্যে মুখে বাঁশি ও হাতে লাঠি নিয়ে শহরে র‌্যালি হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় পুলিশ প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। লোহাগড়া থানা পুলিশের আয়োজনে থানা সংলগ্ন আরএলপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
×