ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৪

প্রকাশিত: ০৪:১১, ২০ জুন ২০১৬

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের  দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার দুপুর দেড়টার দিকে উভয় পক্ষের মধ্যে এ সংর্ঘষ শুরু হয়, যার রেশ সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বজায় থাকে। এতে ৪ জন আহত হয়েছেন। দুপক্ষের সংঘর্ষে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। বিবদমান দুটি পক্ষের একটি পক্ষ মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। অপর পক্ষ নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। জানা গেছে, দুপুর দেড়টার দিকে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী যুবলীগ নেতা সাইফুল আলম লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পক্ষ অপর পক্ষকে ইটপাটকেল ছুড়ে মারে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে কমপক্ষে চার জন আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×