ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জালিয়াতির নমুনা

প্রকাশিত: ০৪:১০, ২০ জুন ২০১৬

জালিয়াতির নমুনা

লতাচাপলী মৌজার ২৬১ নং খতিয়ানের ৫৪১৯ দাগের জমি ভূমি অফিসের মূল রেকর্ড বইতে এখনও দেবালয় লেখা রয়েছে, বৌদ্ধবিহার। ৫৪১৮ নং দাগে লেখা রয়েছে, ইন্দিরা (কুয়া)। অর্থাৎ খাবার ও ব্যবহারের পানির জন্য পাড়ার রাখাইনরা কুয়া খনন করেছিল। এখানে মোট ২৫ শতক জমি রয়েছে। মূল মালিক ছিলেন ক্রাউনসে মগসহ অন্যরা। কিন্তু জালিয়াতচক্র বৌদ্ধবিহার ও ইন্দিরার ওই জমিসহ সব রেকর্ড সংশোধন করে দেয়। ১৯৭৫ সালের ১৪ অক্টোবর এই অপকর্মটি করা হয়েছে। বয়োবৃদ্ধ রাখাইনদের ভাষ্যমতে ক্রাউনসে মগ ১৯৪৮ সালে দেশ ছাড়েন। তারপরেও কীভাবে ৭৫ সালে তার নামের রেকর্ডীয় জমি ভিনজাতির নামে চলে গেছে এমন প্রশ্ন রাখাইনদের। লতাচাপলী মৌজার ১৩-কে/১৯৭৮-১৯৭৯ নম্বর মিস কেসের মাধ্যমে ৫৮৫৩, ৫৮৫৪/৫৯৪৪ এবং ৫৯৪৪ নম্বর দাগের ছয় একর ১৭ শতক জমি রাখাইন লুফ্রুমে কে মালিক দেখানো হয়েছে। দিয়ারা আমখোলা পাড়ায় এই জমির অবস্থান। ১১৭৭ নম্বর লুজ খতিয়ানের মাধ্যমে দাগ নম্বর ৮৪৮৬ থেকে দুই একর ৫৫ শতক, ৮৪৯০ থেকে চার একর ৪৭ শতক, ৭৬৫৪ থেকে ৩৬ শতক, ৭৬৫৮ থেকে ২৫ শতক, ৮৪৮৫ থেকে ৪০ শতক, ৮৪৯১ থেকে ১৯ শতক, ৮৪৯৩ থেকে ৪৪ শতক, ৭৬৫৫ থেকে চার একর ১৩ শতক, ৭৬৫৭ থেকে ৭৩ শতক, ৮৪৮৭ থেকে ২৭ শতক, ৮৪৮৮ থেকে ছয় শতক, ৭৬৫৬ থেকে ৩৯ শতক, মোট ১৪ একর ৩৯ শতক জমি হাতিয়ে নেয়া হয়েছে। যার মিস কেস নং-২৬১-কে/১৯৭৪-১৯৭৫ এর মাধ্যমে মালিকানা দাবিদার রয়েছে হাজী আব্দুল গফুর। যার পিতার নাম হাজী চান গাজী। বাড়ি গলাচিপার টুঙ্গিবাড়িয়া গ্রামে। এমনিভাবেই ৭৭ একর পাঁচ শতক খাস জমির মালিকানা বনে গেছেন কয়েকটি চক্র। মহিপুর ভূমি অফিস ২০০৬ সালের ৬ জুন এসব খতিয়ানভুক্ত উল্লেখ করে বাতিলের সুপারিশ করেছে। কলাপাড়া ভূমি অফিসের বইতে ৬৩৬৩ নম্বর দাগের জমি এখনও রাখাইনপাড়া ও বাড়ি লেখা রয়েছে। অথচ এই জমিও ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল করে নেয়া হয়েছে। অথচ নিয়ম অনুসারে এসব জমি কখনও হস্তান্তর হয়ার কথা নয়। ভূমি অফিসের একশ্রেণীর দুর্নীতিবাজ চক্র নির্দিষ্ট দালালের মাধ্যমে অন্য খতিয়ানের কেস রেফারেন্স দেখিয়ে মালিক সাজানে হয়েছে। এমনকি অন্য এলাকার দলিল নম্বর দিয়ে পর্যটন এলাকার জমি পর্যন্ত হাতিয়ে নেয়া হয়েছে। ১০২৩ নম্বর খতিয়ান খুলে কুয়াকাটার চার একর ৮৫ শতক জমি হাতিয়ে নেয়া হয়েছে। সুইচাপাড়ায় এই জমির অবস্থান। যা পাড়ার মগগণের পক্ষে সুইথয় মগের নামে রেকর্ড সংরক্ষণ করা রয়েছে। অথচ মিস কেস নং ৬২- কে/১৯৯৬-১৯৯৭ এর মাধ্যমে ১৯৬৫ সালের ২০ আগস্টের সম্পাদিত ১১৮৪ নম্বর দলিলের মাধ্যমে এই জমির মালিকানা পাল্টে নেয়া হয়েছে। অথচ ওই দলিলের বর্ণিত জমির অবস্থান কুয়াকাটা থেকে আট কিলোমিটার দূরে, মাইটভাঙ্গা গ্রামে। এই জমি থেকে আবার ৬২ কে- (ঢ়-২) নামজারি কেসের মাধ্যমে ১৯৯৬-১৯৯৭ সনে মোট জমি থেকে তিন একর তেত্রিশ শতক জমি এএম রফিকউল্লাহসহ অন্যান্যের নামে রেকর্ড সংশোধন করা হয়েছে। এমন জালিয়াতির অসংখ্য ঘটনা রয়েছে সাগরপাড়ের এই জনপদে।
×