ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী রুখে দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৪:০৯, ২০ জুন ২০১৬

জঙ্গী রুখে দেয়ার আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীবাদ, গুপ্তহত্যা, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার সারাদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে মানববন্ধন এবং সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা অংশ নেন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর- চট্টগ্রাম পরিকল্পিত গুপ্তহত্যা, জঙ্গীবাদ ও সরকার উৎখাতের ষড়যন্ত্র ঠেকাতে ভেদাভেদ ভুলে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ১৪ দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের যোগ্যতা, দক্ষতা, সাহসিকতা আছে। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। জঙ্গীদের, সন্ত্রাসীদের একাত্তরে পরাজিত শক্তির কাছে আমরা মাথা নত করব না। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায় এলাকায়, পাড়া-মহল্লার মানুষকে একাত্তরের মতো ঝুঁকি নিয়ে এগিয়ে আসতে হবে। তা না হলে চলবে না। ছাত্রলীগের উদ্দেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, দলাদলি করে কিছু লোক ঐক্যে ফাটল ধরাতে চায়। একাত্তরে নিজেদের মধ্যে আমাদের প্রতিযোগিতা ছিল কে আগে শত্রুপক্ষকে আঘাত করবে, কে আগে বীরের মতো যুদ্ধ করে জীবন দেবে। এখন তোমাদেরও ভেদাভেদ ভুলে একাত্তরের চেতনায় এগিয়ে আসতে হবে। দেশের জন্যে কাজ করতে হবে। এ সময় তিনি লালদীঘিতে বৃহত্তর সমাবেশ করার ঘোষণা দেন। মানববন্ধনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, মাহতাব উদ্দিন, নঈমুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আল মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, ১৪ দল নেতা ইন্দু নন্দন দত্ত, এ্যাডভোকেট আবু হানিফ, স্বপন সেন প্রমুখ বক্তব্য দেন। খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত ১৪ দলের মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। মহানগর আওয়ামী লীগের নেতা মাহবুব আলম সোহাগ ও জেডএ মাহমুদ ডনের পরিচালনায় বক্তব্য রাখেনÑ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হাফিজুর রহমান ভূঁইয়া, জাসদ মহানগর সভাপতি রফিকুল হক খোকন, জেলা ন্যাপের সভাপতি ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা চিশতি সোহরাব হোসেন শিকদার, গাজী আব্দুল হাদি, আজমল আহমেদ তপন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, সাম্যবাদী দলের এফএম ইকবাল, জাকের পার্টির গোলাম নবী মাসুম, জাসদ নেতা খালিদ হোসেন, ন্যাপ নেতা তপন কুমার রায় প্রমুখ। রাজশাহী মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ১৪ দলের রাজশাহী সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেনী, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর জাসদের সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী প্রমুখ। বরিশাল অশ্বিনী কুমার টাউন হল চত্বরের সামনের সড়কে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল হক নিলু, জাসদ জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আঃ হাই মাহাবুব, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জাসদ নেতা মসিউর রহমান মিন্টু, এ্যাডভোকেট আনিছ উদ্দিন শহীদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমান, জাকির হোসেন, কাউন্সিলর কহিনুর বেগম, জেলা আওয়ামী লীগ সহসাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান, গাজী নাঈমুর রহমান লিটু প্রমুখ। মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার রসুলপুর বাজারের সামনের রাস্তায় কয়েক শ’ মুক্তিযোদ্ধা হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিনের নেতৃত্বে সদরে বিশাল মানববন্ধন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত এ মানববন্ধনে কয়েক শ’ নেতাকর্মী অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান আনিছ-উজ-জামান আনিছ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ। সিরাজগঞ্জ মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ জেলা ১৪ দলের আহ্বায়ক মোস্তাফা কামাল খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আব্দুল সামাদ, আব্দুল বারী শেখ, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, মিজানুর রহমান দুদু, এ্যাডভোকেট আব্দুল হাকিম, আব্দুল কাদের চাঁন, জাকির হোসেন প্রমুখ। কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ম-ল মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, আব্দুল হাই, জাসদ সভাপতি ইমদাদুল হক এমদাদ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ। নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগ নেতা আবুজার রহমান, মোসফিকুর ইসলাম রিন্টু, কৃষক লীগ নেতা এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, যুবলীগ নেতা এ্যাডভোকেট রমেন্দ্র নাথ বাপী, শহীদ মাহমুদ, ছাত্রলীগ নেতা সজল কুমার ভৌমিক, লেমন তালুকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহসান রহিম মঞ্জিল, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি তপন কুমার রায়, সাম্যবাদী দলের জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সবুজ, মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হক, সহিদুল ইসলাম প্রমুখ। গাজীপুর জেলা ইউনিট কমান্ডের জেলা কমান্ডার সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও জামায়াতের অপকর্মের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেনÑ জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার এসএম মজিবুর রহমান ও মোহর আলী, সহকারী কমান্ডার আবু হানিফ, ইজ্জত আলী মোল্লা, ইমান উদ্দিন, গাজীপুর সদর থানা কমান্ডার মোশারফ হোসেন দুলাল প্রমুখ। শেরপুর মানববন্ধনে বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওই সময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন। নাটোর ॥ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের এমপি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্তরঞ্জন সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ। লালমনিরহাট মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মতিয়ার রহমান, মহিলা এমপি এ্যাডভোকেট মোছাঃ সপুরা বেগম রুমী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ। খাগড়াছড়ি মানববন্ধনে বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের জেলা কমান্ডার রইছ উদ্দীন, ডেপুটি কমান্ডার হাজী মোস্তফা, জেলা সন্তান কমান্ডের সভাপতি হারুন প্রমুখ। নেত্রকোনা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়, পিপি এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, কেশব রঞ্জন সরকার, গাজী মোজাম্মেল হোসেন টুকু, সীতাংশু বিকাশ আচার্য, আব্দুল মতিন, সৈয়দা বিউটি প্রমুখ। এছাড়া গাইবান্ধা, পটুয়াখালী, বরগুনা, ফরিদপুর, লক্ষ্মীপুর, ঝালকাঠি, রাজবাড়ী, ঠাকুরগাঁও, নোয়াখালী, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও নওগাঁয় ১৪ দলের স্থানীয় নেতৃবৃন্দ মানববন্ধন এবং সমাবেশে অংশ নেন।
×