ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুফিয়া কামালের জন্মদিনে ছায়ানটের আয়োজন

প্রকাশিত: ০৪:০৭, ২০ জুন ২০১৬

সুফিয়া কামালের জন্মদিনে ছায়ানটের আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ নারী মুক্তি ও মানবাধিকার আন্দোলনের অন্যতম পুরোধা কবি সুফিয়া কামালের ১০৫ তম জন্মবার্ষিকী আজ সোমবার। বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে ১৯১১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। গান ও আবৃত্তি দিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে বেলা ১১টায় শুরু হবে এ অনুষ্ঠান। সুফিয়া কামালের গোটা জীবনটাই ছিল সংগ্রামের। তিনি যখন শিশু অবস্থায় তখন তার বাবা নিরুদ্দেশ হয়ে যান। শৈশবেই তিনি মায়ের হাত ধরে মামার বাড়ি চলে আসেন। মাত্র ১২ বছর বয়সে বরিশাল থেকে প্রকাশিত ‘তরুণ’ পত্রিকায় ‘সৈনিক বধূ’ নামক গল্প প্রকাশের মাধ্যমে তার সাহিত্য জগতে প্রবেশ ঘটে। ২০০০ সালের ২০ নবেম্বর ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
×