ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এক শ’ বিমান ক্রয়ে বোয়িং কোম্পানির সঙ্গে ইরানের চুক্তি

প্রকাশিত: ০৪:০৫, ২০ জুন ২০১৬

এক শ’ বিমান ক্রয়ে বোয়িং কোম্পানির সঙ্গে ইরানের চুক্তি

মার্কিন বোয়িং কোম্পানির কাছ থেকে এক শ’ যাত্রীবাহী বিমান কেনার চুক্তি করেছে ইরান। রবিবার ইরানের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে চুক্তি শেষ হয়েছে। চূড়ান্তভাবে বোয়িং কোম্পানির কাছ থেকে বিমান কেনা সম্ভব হলে ইরানের যাত্রীবাহী বিমানের পুরনো বহরে অনেকটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। খবর এএফপির। পুরনো বিমানের স্থলে নতুন বিমান সংযোজন করার জন্যে বিমানগুলো ক্রয় করছে ইরানী কর্তৃপক্ষ। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আলী আবেদজাদেহ ইরান ডেইলিকে জানান, বোয়িংয়ের সঙ্গে চুক্তি এখন মার্কিন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং অনুমোদন পেলে অর্থ পরিশোধ শুরু হবে। তবে মার্কিন অর্থ বিভাগের অনুমতি না পাওয়া পর্যন্ত বলা যাবে না কবে নাগাদ এসব বিমান হস্তান্তর করতে পারবে বোয়িং। আবেদজাদেহ বলেন, ‘দেশে বর্তমানে আমাদের ২৫০টি বিমান আছে; এর মধ্যে ২৩০টি বদল করা জরুরী হয়ে পড়েছে।’ তিনি জানান, এক শ’ বিমানের জন্য এক হাজার ৭০০ কোটি ডলার দামের যে খবর বেরিয়ে তা চূড়ান্ত নয়; আরও আলোচনার পর চূড়ান্ত দাম বলা সম্ভব হবে। তিনি আরও জানান, এই চুক্তিটি বাস্তবায়নের জন্য মার্কিন সরকারের অনুমোদন প্রয়োজন।
×