ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় আসাদের সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ০৪:০৫, ২০ জুন ২০১৬

সিরিয়ায় আসাদের সঙ্গে  রুশ প্রতিরক্ষা  মন্ত্রীর বৈঠক

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু শনিবার দামেস্কে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এর ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বিতর্কের শুরু হলো। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় কয়েকদিন আগে রাশিয়ার বিমান হামলা নিয়ে আলোচনা করতে শনিবার সিনিয়র মার্কিন ও রুশ সামরিক কর্মকর্তারা ভিডিও কনফারেন্স করেছেন। এই ভিডিও কনফারেন্সকে পেন্টাগন এক ব্যতিক্রমী ঘটনা বলে অভিহিত করেছে। পাঁচ বছর আগে সিরীয় সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম শীর্ষস্থানীয় কোন রুশ কর্মকর্তা সিরিয়া সফর করলেন। মস্কোর দীর্ঘদিনের মিত্র আসাদের সঙ্গে আকস্মিক বৈঠকের জন্য শোইগুকে সিরিয়ায় পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, সিরিয়ার মাটিতে জঙ্গী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের সামরিক সহযোগিতা ও যৌথ অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। মস্কোতে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সামরিক ও কৌশলগত সহযোগিতা নিয়ে এই আলোচনা হয়েছে। এর পাশাপাশি সিরিয়ায় সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার সুনির্দিষ্ট দিক নিয়েও আলোচনা হয়েছে। -এএফপি
×