ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মমতা কুলকার্নির বিরুদ্ধে হাজার কোটি রুপীর মাদক পাচারের অভিযোগ

প্রকাশিত: ০৪:০৫, ২০ জুন ২০১৬

মমতা কুলকার্নির বিরুদ্ধে হাজার কোটি রুপীর মাদক পাচারের অভিযোগ

বলিউডের সাবেক চিত্রনায়িকা মমতা কুলকার্নির বিরুদ্ধে হাজার কোটি রুপীর মাদক পাচারের অভিযোগ উঠেছে। এই অভিনেত্রী দুই মাস আগে মুম্বাইয়ের থানে থেকে ভারতে মাদকের সবচেয়ে বড় চালান জব্দ হওয়ার ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত বলে পুলিশের দাবি। খবর ওয়েবসাইটের। থানে পুলিশের কমিশনার পরমবীর সিং শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মমতা ও ভিকি গোস্বামী (তার স্বামী) ওই ঘটনার হোতা বলে তদন্তে উঠে এসেছে।’ ১২ এপ্রিল থানের সোলাপুরে এ্যাভন লাইফ সায়েন্সস নামের একটি কারখানা থেকে দুই হাজার কোটি টাকা মূল্যের ২০ টন ইফিড্রিন জব্দ করে, যেগুলো মাদক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। পুলিশের দাবি, সাবেক এই চিত্রনায়িকা এ্যাভন লাইফ সায়েন্সেসের অন্যতম পরিচালক ও তার ‘১১ লাখ রুপীর শেয়ার রয়েছে।’
×