ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাসেলসে রাতভর অভিযান

প্রকাশিত: ০৪:০৩, ২০ জুন ২০১৬

ব্রাসেলসে রাতভর অভিযান

বেলজিয়াম কর্তৃপক্ষ শনিবার রাতভর অভিযানের পর হত্যা চেষ্টাসহ সন্ত্রাসের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করেছে। রাতভর ব্যাপক সন্ত্রাস দমন অভিযানে যে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে তাদের নাম সামির সি (২৭), মুস্তাফা বি (৪০) ও জাওয়াদ বি (২৯)। এছাড়া ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক করা হয়েছিল এমন নয়জনকে তদন্তকারী বিচারক ছেড়ে দিয়েছেন। ফেডারেল প্রসিকিউটর দফতর এ তথ্য দিয়েছে। শনিবার সারারাত ধরে ব্রাসেলসের আশপাশে ১৬ মিউনিসিপালিটিতে এই অভিযান চালানো হয়।- খবর বিবিসির। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেছেন, লোকসমাগন হয় এমন অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হবে। দেশটির সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে এক জরুরী বৈঠকের পর টুইটারে তিনি ফরাসী ভাষায় লেখেন- অনুষ্ঠানাদি পরিকল্পনা অনুযায়ী চলবে। তিনি জনসাধারণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারনের আহ্বান জানান। বেলজিয়ামে তৃতীয় পর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে বেলজিয়ামের মিডিয়ার খবরে বলা হয়েছিল যে, ব্রাসেলসে ফুটবল সমর্থকদের ওপর ইসলামী জঙ্গীগোষ্ঠী আইএস হামলা চালাতে পারে। সেখানে বয় স্ক্রিনে ফ্রান্সে অনুষ্ঠিত বেলজিয়ামের খেলা দেখানো হচ্ছিল। গত ২২ মার্চ ব্রাসেলসে এয়ারপোর্টে এবং মেট্রো স্টেশনে বোমা হামলায় ৩২ জন নিহত হয়। সামির, মোস্তাফা ও জাওয়াদকে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে হত্যা চেষ্টা এবং একটি সন্ত্রাসী গ্রুপের কর্মকা-ে অংশগ্রহণের জন্য অভিযুক্ত করা হচ্ছে। ফেডারেল প্রসিকিউটরের আগে এক বিবৃতিতে জানান, তল্লাশি অভিযানকালে কোন অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের যেসব এলাকায় সন্ত্রাস দমন অভিযান চালানো হয় তার মধ্যে ছিল কুখ্যাত মোলেঁবিক এলাকা। জিহাদীদের তৎপরতার কারণে এলাকাটি এই কুখ্যাতি অর্জন করে। বেলজিয়ামের পুলিশ জানায়, সম্প্রতি তারা এই সতর্কবার্তা পেয়েছে যে, তথা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গী গ্রুপের একদল সন্ত্রাসী ইউরোপের উদ্দেশে সিরিয়া ত্যাগ করেছে। তারা বেলজিয়াম ও ফ্রান্সে নতুন করে হামলা চালানোর ফন্দি আঁটছে। ফ্রান্সে আটক ২ ॥ ফ্রান্সে এক পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মীকে হত্যাকারী এক জিহাদীর সঙ্গে সম্পৃক্ততার জন্য শনিবার দেশটির সন্ত্রাসবিরোধী আদালত দুই ব্যক্তিকে অভিযুক্ত ও আটক করেছে। সাদ রাজরাজি (২৭) ও শারাফ-দিন আবেরউজের (২৯) বিরুদ্ধে একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। তবে আইএসের কর্মকা-ে উদ্বুদ্ধ হয়ে ওই দুই পুলিশ সদস্যকে হত্যার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। গত সোমবার লারোসি আব্বালা ওই দুই পুলিশ সদস্যকে হত্যা করে। খবর এএফপির। এই মামলার তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ সূত্ররা জানিয়েছে, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে জিহাদী পাঠানোর একটি নেটওয়ার্কের সঙ্গে এ দুজনসহ আব্বালার জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়। এই ঘটনায় আটক তৃতীয় ব্যক্তিকে বেকসুর খালাশ দেয়া হয়েছে। আব্বালা ওই পুলিশ কর্মকর্তার বাড়ির বাইরে তাকে ও তার সহকর্মীকে হত্যা করে। এরপর পুলিশের একটি অভিযান চলাকালে আত্মহত্যা করে। মারা যাবার আগে আব্বালা ফেসবুকে তার একটি ভিডিওচিত্র প্রকাশ করে। ভিডিওটিতে তিনি এই হত্যাকা-ের দায়িত্ব স্বীকার করে অন্যান্য চরমপন্থীদেরও এ ধরনের প্রাণঘাতী হামলা চালানোর আহ্বান জানান।
×