ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে ফের সাঁড়াশি অভিযান ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:২০, ১৯ জুন ২০১৬

প্রয়োজনে ফের সাঁড়াশি অভিযান ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিনিউজ ॥ সাত দিনের সাঁড়াশি অভিযান সফল হওয়ার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজনে আবারও অভিযান শুরু করা হবে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (এনেক্স) ভবনের মাঠে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাঁড়াশি অভিযান সফল হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, অবশ্যই সফল হয়েছে। কোর্ট থেকে বহু মানুষের নামে ওয়ারেন্ট ছিল, আমরা নির্বাচনের জন্য সেই ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পারিনি। এই স্পেশাল অভিযানের মাধ্যমে আসামিদের ধরতে পেরেছি। ক্রিমিনাল যারা ছিল, সন্দেহভাজন ক্রিমিনাল যারা ছিল তাদের ধরতে পেরেছি। ঈদ লক্ষ্য রেখে ক্রিমিনালদের ধরতে পেরেছি সেজন্য আমরা আশা করছি ঈদ পর্যন্ত যেমন কেনাকাটা বলেন, রোজাসহ ধর্মীয় উৎসবগুলো জনগণ ভালভাবে উদযাপন করতে পারবে। সারা দেশে উগ্রপন্থীদের হাতে একের পর এক ‘টার্গেট কিলিং’ চলার মধ্যে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে কুপিয়ে ও গুলি করে খুনের পর গত ১০ জুন ভোর থেকে জঙ্গী দমনে ‘সাঁড়াশি অভিযান’ শুরু করে পুলিশ। সপ্তাহব্যাপী এ অভিযানে ১১ হাজারের বেশি মানুষকে গ্রেফতারের পাশাপাশি সন্দেহভাজন মোট ১৯৪ জঙ্গীকে গ্রেফতারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান প্র্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, এ ধরনের অভিযান একটা চলমান প্র্রক্রিয়া। যখনই প্র্রয়োজন হয়, তখনই আমরা এগুলো করি। অর্থাৎ অভিযান শেষ হয়েছে শুরু হয়েছে এটা কোনও কথা নয়, যখনই প্রয়োজন হবে অভিযান শুরু করব। অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের আটক করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দেখেন অনেকে অনেক কিছু বলে। যেমন দেশের এক রাজনৈতিক দলের নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন তার নেতাকর্মীদের আমরা নাকি ধরে ফেলছি, আমরা ধরি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার সময় হাতেনাতে আটক ফাহিমের মৃত্যুর বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সঙ্গী-সাথীরা তাকে গুলি করে হত্যা করতে পারে। যাতে তাদের নাম না বলে। এক্ষেত্রে সঠিক কী হয়েছে এটা আমি এখন বলতে পারব না।
×