ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে যুদ্ধবিমানে প্রথম তিন নারী পাইলট

প্রকাশিত: ০৮:১৪, ১৯ জুন ২০১৬

ভারতে যুদ্ধবিমানে প্রথম তিন নারী পাইলট

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতীয় বিমানবাহিনীর জঙ্গী বিমানে প্রথমবারের মত তিন নারী পাইলট কমিশন লাভ করেছেন। ভারতের ইতিহাসে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। খবর এএফপির। শনিবার হায়দরাবাদে বিমান বাহিনী একাডেমিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের উপস্থিতিতে জঙ্গী বিমানের পাইলট হিসেবে তিন ক্যাডেট আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে অভিষিক্ত হয়েছেন। কমিশন পাওয়ার পর তিন নারী পাইলট ভাবনা কান্থ, মোহনা সিং ও অবনী চতুর্বেদী এখন জঙ্গী বিমান চালানোর জন্য এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। ভারতীয় বিমান বাহিনীর জঙ্গী বিমানে পাইলট হিসেবে অভিষিক্ত হওয়ার জন্য ছয় নারী প্রতিযোগিতা করেন। এর মধ্যে ভাবনা কান্থ, মোহনা সিং ও অবনী চতুর্বেদী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের সবার বয়স ২০-এর কোটায় । মোহনা সিং বলেন, ‘আমাদের জন্য কোন ছাড় ছিল না। শারীরিক ও মানসিক ফিটনেস দেখা হয়েছে। পরীক্ষা সবার জন্য একই ছিল।’ ভারত গত বছরের অক্টোবরে জঙ্গী বিমানের ককপিটে নারী পাইলট প্রবেশের অনুমতি দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় নারী পাইলট নিতে বিমান বাহিনীর একটি স্কিমের প্রতি সম্মতি দেয়ার পর এ অনুমতি মিলেছে।
×