ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাস্টার্স অব হিউম্যান রাইটস ল’

প্রকাশিত: ০৬:৫৮, ১৯ জুন ২০১৬

মাস্টার্স অব হিউম্যান রাইটস ল’

মানবকল্যাণ্যের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি ধারণা হলো- মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার। এ দুটি বিষয়ের মানদ-ের আলোকে মানবকল্যাণ পরিমাপ করা হয়। মানবাধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া মানবকল্যাণ আশা করা যায় না। বর্তমান সময়ে মানবাধিকার বিষয়টি বেশ আলোচিত। বেসরকারী বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ বিষয়ে কোর্স চালু করেছে। কোর্সটির নাম মাস্টার্স অব হিউম্যান রাইটস ল’। চাইলে আপনিও পড়তে পারেন নতুন এ বিষয়ে। কারা এ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন : বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরা এ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এ কোর্সের ক্লাস শুধু সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হয়। তাই পেশাজীবীদের এ কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এ কোর্সের অন্তর্ভুক্ত বিষয়সমূহ : ইউনাইটেড নেশন এ্যান্ড হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস এ্যান্ড মডার্ন স্ট্রেট, হিউম্যান রাইটস আন্ডার রিজিওনাল সিস্টেম, ইকোনমিক্স সোস্যাল এ্যান্ড কালচারাল রাইটস, হিউম্যান রাইটস ইন বাংলাদেশ, ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’, হিউম্যান রাইটস ইন মডার্ন ওয়ার্ল্ড, কনজ্যুমার প্রোটেকশন ল’, ইমিগ্রেশন এ্যান্ড রিফুজি ল’, রাইটস টু ডেভেলপমেন্ট ইন ইন্টারন্যাশনাল ল’ এবং জাস্টিস ফর চিলড্রেন ইত্যাদি। সুযোগ-সুবিধা : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি। আইন বিষয়ের অনেক মূল্যবান গ্রন্থ ও রেফারেন্স বই লাইব্রেরিতে পাওয়া যায়। লাইব্রেরিতে ডিএলআর, বিএলবি, বিএলসি, এমএলআর, বিএলটি, এডিসি ইত্যাদিসহ বাংলাদেশের সকল ল’ জার্নালের আপটুডেট কপি রয়েছে। লাইব্রেরি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনে বই বাসায় নিতে পারেন। এ ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস ওয়াই ফাই হওয়ায় এবং ইন্টারনেট সুবিধা থাকায় শিক্ষার্থীরা গবেষণা কাজে বিশেষ সুবিধা ভোগ করে থাকেন। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার জন্য নিয়মিত বির্তক কর্মশালা, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বির্তার্কিক দল ক্যামব্রিয়ান-এটিএন বাংলা পার্লামেন্ট ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। শিক্ষার্থীদের ইংরেজী ভাষার ওপর দক্ষতা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ইনস্টিটিউট, ঢাকার সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমওইউ স্বাক্ষর করেছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর জন্য ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সকে বাধ্যতামূলক করা হয়েছে। যোগাযোগ : বাড়ি # ০৪, সড়ক # ০১, ব্লক # এফ, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০১৬১১ ৩৪৮৩৪৫, ০১৯৩৯ ৮৫১০৬০। মাঈন উদ্দিন
×