ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতির টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫২, ১৯ জুন ২০১৬

বিশ্ব অর্থনীতির টুকরো খবর

চীনের শিল্প-কারখানা বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব বাণিজ্য ঘাটতি কমাতে চীনের শ্রমঘন শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চীনের ইউনান প্রদেশের কুংমিং শহরে ওয়ান্ডা ভিস্তা হোটেলে শিল্প উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে সহায়তাবিষয়ক আন্তর্জাতিক ফোরামে বক্তৃতাকালে এ প্রস্তাব দেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের উচ্চপ্রযুক্তি স্থানান্তর, অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ প্রকল্পে চীনের অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। কৃষিতে ৯ হাজার কোটি টাকার ভর্তুকি প্রস্তাব আগামী ২০১৬-২০১৭ অর্থবছরের কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। বীজ ও উদ্ভিদ কার্যক্রম’-এর জন্য ২০১৫-২০১৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৭৮ কোটি ২৯ লাখ টাকা। অর্থমন্ত্রী বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দ ছিল ৬৭ কোটি ৪৬ লাখ টাকা। আগামী অর্থবছরে এ খাতে ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে ২৪৮ কোটি ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটি ২০১৩ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। বাজেট প্রস্তাবে একটি দাবিও মানা হয়নি : রিহ্যাব ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে রিহ্যাবের একটি দাবিও মানা হয়নি বলে অভিযোগ করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউসিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রিহ্যাবের মতামত -প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাব সিনিয়র সহ-সভাপতি নূরন্নবী চৌধুরী শাওন, সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, আহকাম উল্লাহ, প্রকৌশলী সরদার মোহাম্মদ আমিন, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। ক্রয় সংক্রান্ত কমিটিতে ১৩ প্রস্তাব অনুমোদন আখাউড়া থেকে লাখসাম পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণ এবং সাড়ে চার লাখ বৈদ্যুতিক প্রিপেইড মিটার ক্রয়সহ ১৩টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উল্লেখ্য, চারটি প্রতিষ্ঠান যৌথভাবে এ পরামর্শক সেবার কাজটি করছে। যৌথভাবে এ কাজের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে সিটিএম জেভি। ট্যাক্স-ভ্যাটসহ এতে মোট ব্যয় হবে তিন হাজার ৯৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ঠিকাদার কোম্পানিকে দিতে হবে তিন হাজার ৪৭৩ কোটি টাকা। মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার করার আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, দেশের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত ‘মসলিন’ কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে তাঁত বোর্ড একটি কর্মসূচী চালু করতে যাচ্ছে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বস্ত্রশিল্পে মসলিন প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। তাঁতিসমাজকে পুনর্বাসন করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার আশাবাদ প্রকাশ করেন মির্জা আজম। সভায় জানানো হয়, চলতি বছরের ২ জুন প্রায় ৩৭১ জন তাঁতির মধ্যে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। তাঁতশিল্পে বছরে ৬৮ কোটি ৭০ লাখ মিটার কাপড় উৎপাদিত হয়, যা দেশের মোট বস্ত্র চাহিদার ৪০ ভাগ পূরণ করে থাকে। অর্থনীতি ডেস্ক
×