ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি২০তে ভারতকে হারিয়ে দিল জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৬:৫০, ১৯ জুন ২০১৬

টি২০তে ভারতকে হারিয়ে দিল জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে জিম্বাবুইয়ের কাছে মাত্র ২ রানে হেরে গেছে ভারত! হারারেতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুইয়ে। জবাবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৯*) ক্রিজে থাকা সত্ত্বেও ৬ উইকেটে ১৬৮ রানে থামে ভারতের সংগ্রহ। মানিষ পা-ে ৩৫ বলে ৪৮, মানদীপ সিং ৩১, আমবাতি রাইডু ও কাদের যাদব আউট হন ১৯ রান করে। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান, হাতে ৫ উইকেট। কিন্তু নেভিল মাদজিভার ৬টি বল থেকে আরও এক উইকেট হারিয়ে ৫ রানের বেশি তুলতে পরেনি ধোনির দল। তাউরাই মুজাবারানি ও চামু চিভাভা নিয়েছেন দুটি করে উইকেট। জিম্বাবুইয়ের ফাইটিং স্কোরের রূপকার এলটন চিগম্বুরা। সাত নম্বরে নেমে মাত্র ২৬ বলে অপরাজিত ৫৪ রানের টর্নেডো ইনিংস খেলেন সাবেক অধিনায়ক। ভারতীয় বোলারদের তুলোধুনো করে ১ চারের বিপরীতে ৭টি বিশাল ছক্কা হাঁকান ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। ৪৫তম টি২০তে অভিজ্ঞ অলরাউন্ডারের তৃতীয় হাফ সেঞ্চুরি এটি। অবশ্য শক্তিধর দলের বিপক্ষে স্বাগতিকদের শুরুটাও হয় আশা জাগানিয়া। ওপেনিংয়ে পঞ্চম ওভারেই ৩৩ রান তুলে নেন চামু চিভাভা ও হ্যামিল্টন মাসাকাদজা। বড় তারকা মাসাকাদজা ১ চার ও ৩ ছক্কায় ১৫ বলে ২৫ রানের ঝড় থামান জাসপ্রিত বুমরাহ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৯ বলে ২০ রান করে আউট হন চিভাভা। জিম্বাবুইয়ের কার্যকর ইনিংস ছিল আরও দুটি। সাজঘরে ফেরার আগে ম্যালকম ওয়ালার ২১ বলে ৩০ ও সিকান্দার রাজা ১৮ বলে করেন ২০ রান। স্কোর ॥ জিম্বাবুইয়ে ১৭০/৬ (২০ ওভার), ভারত ১৬৮/৬ (২০ ওভার) ফল ॥ জিম্বাবুইয়ে ২ রানে জয়ী।
×