ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেরিনারের রেকর্ড গোলে জয়, সুপার সিক্স শুরু ২০ জুন;###;প্রিমিয়ার হকি লীগ

আবাহনীকে হারিয়ে ঊষার শীর্ষস্থান অক্ষুণ্ণ

প্রকাশিত: ০৬:৪৯, ১৯ জুন ২০১৬

আবাহনীকে হারিয়ে ঊষার শীর্ষস্থান অক্ষুণ্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগে’ শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় বড় জয় কুড়িয়ে নেয় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। তারা ২২-১ গোলে হারায় রেলওয়ে স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল ১১-০ গোলে। অপর ‘হাইভোল্টেজ’ ম্যাচে ঊষা ক্রীড়া চক্র হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলে হারায় আবাহনী লিমিটেডকে। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল। শনিবার শেষ হয় লীগের প্রথম পর্বের খেলা। আগামী ২০ জুন মেরিনার-বাংলাদেশ এসসি (বিএসসি) ম্যাচ দিয়ে শুরু হবে ‘সুপার সিক্স’ পর্বের খেলা। ইতোমধ্যেই এই পর্বে উন্নীত হয়েছে ঊষা (৩১ পয়েন্ট), মেরিনার (২৮), মোহামেডান ও আবাহনী (২৬), ওয়ান্ডারার্স ও বিএসসি (১৫)। আবাহনীকে হারিয়ে রাউন্ড রবিন লীগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল ঊষা। দলের হয়ে জোড়া গোল করেন পুস্কর ক্ষিসা মিমো (ফিল্ড গোল, ১৯ এবং ৪৬ মিনিটে)। অপর গোলটি করেন আলীম বেলাল (পিসি গোল, ১৩ মিনিটে)। আবাহনীর হয়ে ১টি করে গোল করেন শাকিল আব্বাসী (পিসি গোল, ২৮ মিনিটে) এবং কাসিফ আলী (পিসি গোল, ৫১ মিনিটে)। মেরিনার-রেলওয়ে ম্যাচের বিস্ময়কর ঘটনা হলো, এই ম্যাচে মেরিনার খেলে গোলরক্ষক ছাড়া! রেওয়ের বিরুদ্ধে তাদের এই ২২-১ গোলে জয় হচ্ছে চলমান লীগে ১ ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। এর আগে গত ৯ জুন মোহামেডান ১৯-০ গোলে হারিয়েছিল রেলওয়েকে। শনিবারের ম্যাচে মেরিনারের আরশাদ হোসেন ১টি হ্যাটট্রিকসহ একাই করেন ৫ গোল। এই লীগে প্রতিটি দল (১২টি) পরস্পরের বিরুদ্ধে একবার করে লীগ পদ্ধতিতে খেলেছে। প্রথমপর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ৬ দল খেলবে সুপার সিক্স লীগে।
×