ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্নের স্বপ্নের দলে মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৪৯, ১৯ জুন ২০১৬

ওয়ার্নের স্বপ্নের দলে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ মুস্তাফিজে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। আন্তর্জাতিক অঙ্গনের পর আইপিএলেও স্বপ্নের অভিষেক। সময়ের আকর্ষণীয় এই টুর্নামেন্ট থেকে সেরা উদীয়মানের পুরস্কার বগলদাবা করেছেন বাংলাদেশী পেসার। মুস্তাফিজুর রহমান এবার জায়গা করে নিলেন গ্রেট শেন ওয়ার্নের সেরা টি২০ একাদশেও। মূলত আইপিএলে টাইগার ক্রিকেটারের দুরন্ত নৈপুণ্যই অসি লিজেন্ডের দৃষ্টি কাড়ে। টি২০’র সেরা একাদশ নিজের হাতে লিখে ফেসবুক আর টুইটারে পোস্ট করেছেন ওয়ার্নার। সঙ্গে লিখেছেন, ‘আমার বিশ্বসেরা টি২০ দল! সবাই একমত তো?’ সর্বকালের সেরা লেগস্পিনারের বেছে নেয়া দলের শেষ সদস্য ‘দ্য ফিজ’। আইপিএলের বদৌলতে এখন এই নামেই ক্রিকেট-দুনিয়ায় মুস্তাফিজের পরিচিতি। তবে বিস্ময়করভাবে এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব-আল হাসানকে রাখেননি ওয়ার্ন। গত বছর জুন-জুলাইয়ে ধূমকেতুর মতো আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব মুস্তাফিজের। টেস্ট, ওয়ানডে, টি২০ মিলিয়ে এক বছরেরও কম সময়ে নিয়েছেন ৫২ উইকেট। প্রথমবারের মতো আইপিলে খেলতে গিয়ে সাড়া ফেলে দিয়েছেন ২০ বছরের সাতক্ষীরার তরুণ। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে রেখেছেন বিশাল ভূমিকা। টুর্নামেন্টে উদীয়মান খেলোয়াড়ের লড়াইয়ে তার ধারে কাছেও ছিলেন না কেউ। বাংলাদেশের হাজারও ক্রিকেটপ্রেমীর মন জয় করে মুস্তাফিজ এখন কিংবদন্তিদেরও পছন্দের ক্রিকেটার। আইপিএল চলার সময় ওয়াসিম আকরাম, মুত্তিয়া মুরলিধরনরা বাংলাদেশের কাটার মাস্টারের প্রশংসায় মেতে উঠেছিলেন। ক্রিকেটের আরেক জীবন্ত কিংবদন্তি শেন ওয়ার্নেরও মন কেড়ে নিয়েছেন ‘দ্য ফিজ’। তার প্রমাণ এত এত রাঘব বোয়াল পেসার থাকতে নিজের সেরা টি২০ একাদশে মুস্তাফিজকে নির্দ্বিধায় স্থান করে দেয়া। ওয়ার্নের দলে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন। তারা হলেন-ওপেনার ক্রিস গেইল, পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ব্যাটিং অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও অফস্পিনর সুনীল নারাইন। তুখোড় ডেভিড ওয়ার্নার নয়, ওয়ার্নের দেশ অস্ট্রেলিয়া থেকে আছেন দু’জন অলরাউন্ডার শেন ওয়াটসন ও বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বাকি চারজন হলেন ‘সেনসেশনাল’ ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি, সদ্য সাবেক হওয়া নিউজিল্যান্ড উইলোবাজ ব্রেন্ডন ম্যাককুলাম, দক্ষিণ আফ্রিকান ব্যাটিং-ঝড় এবি ডি ভিলিয়ার্স ও হার্ডহিটার ইংলিশম্যান জস বাটলার। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কারও জায়গা হয়নি। ওয়ার্নের সেরা টি২০ একাদশ ॥ ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলাম, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনীল নারাইন ও মুস্তাফিজুর রহমান। এএফসি কাপে শেখ রাসেল স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি কাপ প্লে-অফ বাছাইপর্বে’র খেলা শুরু হচ্ছে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে। এতে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ২০১৪-১৫ মৌসুমের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। তারা পড়েছে ‘সি’ গ্রুপে। এই আসরের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার এএফসির সদর দফতর মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সি গ্রুপে রাসেল বাদে বাকি দুটি দল হলো চাইনিজ তাইপের টাটুং এফসি এবং ভুটানের এফসি টারটোন্স। রাসেলের প্রথম প্রতিপক্ষ টাটুং (২৩ আগস্ট) এবং দ্বিতীয় প্রতিপক্ষ টারটোন্স। উল্লেখ্য, বিপিএলের ২০১৪-১৫ আসরের শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাব এই আসরে না খেলার সিদ্ধান্ত নিলে তাদের পরিবর্তে খেলার সুযোগ পায় রানার্সআপ দল শেখ রাসেল।
×