ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ জুন ২০১৬

অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ দারুণভাবে ঘুরে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে শুরু করলেও এ পর্যায়ে ঠিকই নিজেদের জাত চিনিয়ে চলেছে প্রোটিয়ারা। হাসিম আমলার দুরন্ত সেঞ্চুরি ও ইমরান তাহিরের রেকর্ড ঘূর্ণিবলে আগের ম্যাচে ক্যারিবীয়দের উড়িয়ে দিয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল। ৪ ম্যাচে ২ জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অবশ্য সমান ম্যাচ শেষে প্রতিটি দলই দুটি করে জয় পেয়েছে, যাতে সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটাই ফুটে ওঠে। বোনাস পয়েন্ট ও নেট রান রেটের বিচারে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ অস্ট্রেলিয়া দ্বিতীয় ও উইন্ডিজ আছে তৃতীয় স্থানে। প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে ৩টি করে ম্যাচ খেলবে, শীর্ষ দু’দল সরাসরি ফাইনাল। সুতরাং বাকি দুটি করে ম্যাচ সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার লীগ পর্বের এটিই শেষ ম্যাচ। এর আগে টানা মুখোমুখি হয়ে প্রথম দেখায় প্রোটিয়ারা জিতেছিল ৪৭ রানে, দ্বিতীয়টিতে অসিরা ৩৬ রানে। তবে নিজ নিজ শেষ ম্যাচের বিচারে আফ্রিকানরাই মানসিকভাবে এগিয়ে থাকবে। আগের ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা ঠিকমতো রান পাচ্ছিলেন না। সেটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪৩ রানের পাহাড়সম রান করে ডি ভিলিয়ার্সরা জিতেছিল ১৩৯ রানের বড় ব্যবধানে। ১১০ রান করে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন আমলা। যার মধ্য দিয়ে রেকর্ড দ্রুততম সময়ে ২৩তম সেঞ্চুরি তুলে নিতে আমলা (১৩৫তম ম্যাচে ১৩২ ইনিংসে) পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। বর্তমানে ২৫ সেঞ্চুরির মালিক কোহলির ২৩ নম্বর ট্রিপল ফিগারে পৌঁছতে লেগেছিল ১৫৭ ইনিংস। ৪৫ রানে ৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়ে ম্যাচসেরা হন লেগস্পিনার ইমরান তাহির। অন্যদিকে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া হারে ৪ উইকেটে। ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন উসমান খাজা। ইনজুরিতে ছিটকে যাওয়া ডেভিড ওয়ার্নারের স্থলে ওপেনিংয়ে তার সঙ্গী হন এ্যারন ফিঞ্চ। কিন্তু শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। রান পেয়েছেন অধিনায়ক স্মিথও (৭৪), জর্জ বেইলি করেন ৫৫। দুটি করে উইকেট নেয়ার পথে নাথান কাল্টার-নাইল আর এ্যাডাম জাম্পা ভাল বোলিং করলেও মারলন স্যামুয়েলসের (৮৭ বলে ৯২) দুরন্ত ব্যাটিংয়ের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। টপ-অর্ডারে আরও ভাল ব্যাটিংয়ের পাশাপাশি অসিরা আজ বোলারদের কাছ থেকে বেশি কিছু চাইবে। চ্যাম্পিয়ন সেনাপতি স্মিথ তেমনটাই বলেছেন। লড়াইটা জমে উঠবে জেমস ফকনার, মিচেল মার্শ, জস হ্যাজলউড এবং ডি ভিলিয়ার্স, আমলা, কুইন্টন ডি’ককদের মধ্যে।
×