ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টারে আজ আবাহনী-ব্রাদার্স লড়াই

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ জুন ২০১৬

কোয়ার্টারে আজ আবাহনী-ব্রাদার্স লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কোন সন্দেহ নেই ব্রাদার্স শক্তিশালী দল। কারণ সেটা তারা প্রমাণ করেই কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। ম্যাচটিতে আমাদের লক্ষ্য অবশ্যই ভাল খেলা এবং জয় নিয়ে মাঠ ছাড়া।’ কথাগুলো আরিফুল ইসলামের, ঢাকা আবাহনীর অধিনায়ক। ‘ওয়ালটন ফেডারেশন কাপ’ ফুটবল আসরে আজ রবিবার অনুষ্ঠিত হবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পৌনে ৪টায় আজ মাঠে নামছে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। এবারের আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আরামবাগের কাছে ০-১ গোলে হোঁচট খেয়েছিল আবাহনী। ফেনী সকার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ও কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় আবাহনী। হয় ‘এ’ গ্রুপের রানার্সআপ। পক্ষান্তরে ‘সি’ গ্রুপে ব্রাদার্স উত্তর বারিধারাকে ১-০ এবং গত দুই আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাবকে হারিয়ে গ্রুপসেরা হয়ে নাম লেখায় শেষ আটে। ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেন, ‘আবাহনী শক্ত প্রতিপক্ষ। আমরাও পিছিয়ে নেই। টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে এসেছি। এ ম্যাচে আমাদের একমাত্র লক্ষ্য জয়। সেই লক্ষ্যেই কাল (আজ) মাঠে নামব।’ আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাককে বিপজ্জনক খেলোয়াড় বলে মনে করেন আমের। আবাহনীর অধিনায়ক আরিফুল প্রতিপক্ষ হিসেবে ব্রাদার্সকে যথেষ্ট সমীহ করছেন। ‘আরামবাগ যে ছোট দল নয় সেটা তারা আবাহনীকে এবং শেখ জামালকে হারিয়ে প্রমাণ করেছে। আর ব্রাদার্স তো সবসময়ই বড় দল। তাই কাউকে খাটো করে নয় সমীহ করেই আমরা মাঠে নামব। আবাহনী শিবিরে চোট সমস্যা আছে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস এবং ইমন মাহমুদ বাবুর। বিদেশীদের মধ্যে কামারা সারবার কিছুটা চোট রয়েছে। তার বাইরে দলের সবাই ফিট আছে বলে জানান আরিফ। ফেডারেশন কাপে এ পর্যন্ত ১৪ বার ফাইনাল খেলে আটবার শিরোপা জিতেছে আবাহনী। আর চারবার ফাইনাল খেলে ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। এখন দেখার বিষয়, আজকের খেলায় বিজয়ীর হাসি হেসে শেষচারে নাম লেখায় কোন্ দল। ত্রিদেশীয় ওয়ানডে
×