ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, হেরোইনসহ আটক ১

প্রকাশিত: ০৬:০৯, ১৯ জুন ২০১৬

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, হেরোইনসহ আটক ১

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সেগুনবাগিচায় এক কিশোরী গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। যাত্রাবাড়ীতে সিএনজির ধাক্কায় এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে। খিলক্ষেতে নিকুঞ্জ এলাকা থেকে দেড় কোটি টাকার হেরোইনসহ আন্তর্জাতিক হেরোইন চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচা এলাকায় বিউটি আক্তার (১৯) নামে এক কিশোরী গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সেগুনবাগিচার নকশি টাওয়ারের চতুর্থ তলার মাকসুদুর রহমানের বাসার রান্না ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত বিউটির বাবার নাম রফিকুল ইসলাম। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, বিউটি চলতি মাসে ওই বাসায় কাজ নেয়। সেখানে কাজ করার সময় প্রায়ই মোবাইলে কথা বলায় ব্যস্ত থাকতে। শনিবার সকাল ১০টা পর্যন্ত কাজ করার এক পর্যায়ে রান্না ঘরের দরজা লাগিয়ে দেন। দীর্ঘক্ষণ তার কোন সাড়া শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে বিউটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত বিউটির মা জোসনা জানান, সুমন নামে এক ছেলের সঙ্গে বেশ কিছুদিন আগে বিউটির বিয়ে হয়। কিন্তু বিয়ের তিনদিনের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে বিউটি মোবাইলে রিপন নামে একটি ছেলের সঙ্গে কথা বলত। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে। সিএনজির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের ভাতিজা ইউসুফ সাইফ জানান, চাচা আনোয়ার যাত্রাবাড়ীর মুসলিম নগর এলাকায় থাকতেন। সেখানে তার একটি মুদি দোকান ছিল। তিনি জানান, শনিবার সকালে দোকানের মাল কিনে রিক্সাযোগে দোকানে ফিরছিলেন চাচা আনোয়ার। যাত্রাবাড়ীর মাতুয়াইলের মেডিক্যাল রোড এলাকায় এলে একটি সিএনজি চালিত অটোরিক্সা তার মালবোঝাই রিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি রিক্সা থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে চাচা আনোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে আনোয়ারের মৃত্যু হয়। দেড়কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে দেড় কোটি টাকার হিরোইনসহ সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত সাইফুল আন্তর্জাতিক হেরোইন ব্যবসার সঙ্গে জাড়িত। শনিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার গভীররাতে খিলক্ষেত নিকুঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় কোটি মূল্যের ১ কেজি ২৮০ গ্রাম ওজনের হেরোইনসহ সাইফুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, গ্রেফতারকৃত সাইফুলের মামা ছিলেন আন্তর্জাতিক হেরোইন চক্রের সদস্য। ২০১৪ সালে হেরোইন পাচার করতে গিয়ে চীনে গ্রেফতার হন তিনি। পরে সেখানে তার ফাঁসি হয়। এরপরে মামার এক সহযোগীর মাধ্যমে সাইফুল হেরোইন ব্যবসায়ী চক্রের সক্রিয় হন। পরে সাইফুল পাকিস্তান থেকে হেরোইন এনে তা চীনে পাচার করতেন। তার পাসপোর্টে একাধিকবার পাকিস্তান ও চীনে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন সময় গুঁড়া দুধ, সাবানের পাউডারের নামে হেরোইন নিয়ে আসতেন সাইফুল। পরে তা বাংলাদেশ থেকে চীনে পাচার করতেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। শুক্রবার রাতে খিলক্ষেত এলাকা থেকে তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
×