ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৬:০০, ১৯ জুন ২০১৬

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ মিষ্টি বিতরণ

নিজস্ব সংবাদদতা, মাগুরা, ১৮ জুন ॥ মাগুরায় শনিবার ভোরে মহাসড়কে ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কামাল সরদার (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। কামাল সরদারের বাড়ি মাগুরা সদর উপজেলার শ্যাওলাডাঙ্গা গ্রামে। তার পিতার নাম আফসার হোসেন। তার মৃত্যুর খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। জানাগেছে, শনিবার ভোর তিনটার দিকে একদল ডাকাত মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় গাছ কেটে সড়কে ডাকাতির চেষ্টা করছিল। এ খবর পেয়ে মাগুরা সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে ডাকাত সরদার কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, নিহত কামাল আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তার একটি ডাকাত দল ছিল। তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করত। ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, চাপাতি ও গাছকাটা করাত উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সদর উপজেলার কাটাখালী বাজারে অনেকে মিষ্টি বিতরণ করেন ।
×