ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়পুরে গৃহবধূকে সিগারেটের ছ্যাঁকা

প্রকাশিত: ০৪:১৭, ১৯ জুন ২০১৬

রায়পুরে গৃহবধূকে সিগারেটের ছ্যাঁকা

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৮ জুন ॥ লক্ষ্মীপুরের রায়পুরে পারভিন আক্তার গৃহবধূকে শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্মম নির্যাতন করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত স্বামী ও শাশুড়ি। গুরুতর আহত ওই গৃহবধূ সরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বামনী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মোদ্দার বাড়িতে। রামগঞ্জ উপজেলার পশ্চিম মাছিমপুর গ্রামের ছানা উল্যার মেয়ে পারভিন জানান, ১৬ বছর আগে কিশোর বয়সে বামনী বাংলাবাজার এলাকার মৃত আলী হায়দারের ছেলে আলী হোসেন খোকন বিয়ে করেন। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিয়ের কিছু দিন যেতেই স্বামীর মাদকাসক্তির বিষয়টি পরিবারের সবার কাছে প্রকাশ পেতে শুরু করে। নিয়মিত ইয়াবা গাঁজা সেবন ও এলাকায় তার বিরুদ্ধে চুরিসহ নানা অসামাজিক কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। স্বামীর বেকারত্ব দূর করতে আট মাস আগে স্থানীয় এনজিও থেকে বিশ হাজার টাকা এনে দেন পারভিন। প্রতি শনিবার সমিতির কিস্তি থাকায় দুপুরে পারভিন টাকা চাইতে স্বামীর কাছে টাকা চায়। এতে ক্ষিপ্ত হয়ে আলী হোসেন পারভিনকে পিটিয়ে শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয়। এ সময় শাশুড়ি হজুবা বেগমও আলী হোসেনসহ গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে রায়পুর হাসপাতালে নিয়ে যায়। ব্যাংক ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার সকালে ঈশ্বরদীতে নবনির্মিত একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন করা হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব উদ্বোধন করেন। ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন করা হয়। অন্যদের মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। হাঁস সমাবেশ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৮ জুন ॥ গোপালগঞ্জের নিম্নাঞ্চলগুলোতে হাঁস পালনে ব্যাপক সাড়া জাগিয়েছে। গ্রামের গরিব দুস্থ পরিবারগুলো একটা বাড়তি আয়ের পথ হিসেবে হাঁস পালন শুরু করলেও এখন বহু পরিবার এটাকেই জীবিকার প্রধান পথ হিসেবে বেছে নিয়েছে। সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার পিঠাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হাঁস সমাবেশ।
×