ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা সৈকতে ফের অবৈধ স্থাপনা

প্রকাশিত: ০৪:১৩, ১৯ জুন ২০১৬

কুয়াকাটা সৈকতে ফের অবৈধ স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ জুন ॥ কুয়াকাটা সৈকত এলাকায় ফের স্থাপনা তোলা হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এসব স্থাপনা তুলে ব্যবসায়ী কাজে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ঝুঁকি নিয়ে ব্যবসায়ীরা এসব প্রতিষ্ঠানে ব্যবসা করতে গিয়ে বার বার উচ্ছেদ কবলে পড়ে লোকসান গুনছেন। এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কোন ধরনের স্থাপনা তোলার উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। দেখা গেছে, বেড়িবাঁধের বাইরে কুয়াকাটা সমুদ্র সৈকতের শূন্যপয়েন্টের সাগরের ওয়াটার লেভেলের কাছে পাবলিক টয়লেটের দক্ষিণ পাশে এসব স্থাপনা তোলা হচ্ছে। ইতোমধ্যে খালি স্ট্রাকচার বসানো হয়েছে। এখন ছাউনি দেয়া বাকি আছে। এভাবে অর্ধশত স্থাপনা তোলা হয়েছে। ফলে কুয়াকাটা সৈকতের সৌন্দর্যহানিসহ সৈকত এরিয়ার জায়গা দখল হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এভাবে ফের স্থাপনা তোলায় পর্যটকসহ দর্শনার্থীর সৈকত দর্শনে সমস্যা হচ্ছে। সৌন্দর্যহানি ঘটছে সৈকতের। উপেক্ষা হচ্ছে উচ্চ আদালতের নির্দেশনা। স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার স্বার্থে জানান, পৌরসভার এক কাউন্সিলর এসব স্থাপনা তুলে ভাড়া দিচ্ছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব স্থাপনা তোলার বিষয়ে আলাপ করলে সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় জানান, এসব স্থাপনা শীঘ্রই উচ্ছেদ করা হবে। শৈলকুপায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৮ জুন ॥ নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহে লিয়াকত আলী (৬৬) নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাত ১১ টার দিকে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রামে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধাকে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ইউপি নির্বাচনে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ছিলেন গ্রামের সুজন মেম্বারের পক্ষে। নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের প্রতিপক্ষ। নির্বাচনের পরও উভয় পক্ষের মধ্যে রেষারেষি চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার রাতে গ্রামের কতিপয় ব্যক্তি মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে আহত করে।
×