ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদপুরে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশিত: ০৪:১২, ১৯ জুন ২০১৬

ফরিদপুরে ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ জুন ॥ পূর্বশত্রুতার জের ধরে ভাতিজার হাতে নিহত হয়েছেন চাচা। শুক্রবার রাতে সালথা উপজেলায় এ ঘটনাটি ঘটে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে ভাতিজা পিকুল মাতুব্বরের কাতরার কোপে নিহত হয়েছেন চাচা লতিফ মাতুব্বর (৪০)। জানা গেছে, বিভিন্ন কারণে চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ভাতিজা পিকুল মাতুব্বর চাচা লতিফ মাতুব্বরের বুকে দেশীয় ধারালো অস্ত্র কাতরা দিয়ে দুটি কোপ দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। সিলেটে যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, নগরীর শেখঘাট এলাকা থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আলী হোসেন (২২) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রাজপুর গ্রামের আশরাফ আলম তানভিরের ছেলে। দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, অবশেষে দুই মাস পর আকরাম হোসেন পিটারের লাশ কবর থেকে আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি বিএম রুহুল আমীন রিমনের উপস্থিতিতে কাজী পাড়া দরগা মহল্লার কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। গত ১৫ এপ্রিল রাতে শহরের কাজীপাড়ার হুমায়ুন কবির এর পুত্র আকরাম হোসেন পিটার তার পুনিয়াউটের ভাড়া বাড়িতে অস্বাভাবিক মৃত্যুবরণ করে। প্রথম দিকে একে হত্যাকা- বলে পরিবারের সদস্যরা দাবি করে। কিন্তু পুলিশ একে আত্মহত্যা বলে দাবি করে। এ ঘটনায় গত ২ মে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটারের মা খোদেজা বেগম তার পুত্রকে হত্যা অভিযোগে স্ত্রীসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করে।
×