ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাহমিদা নবীর ‘সাদাকালো’ এ্যালবামের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৩:৫৮, ১৯ জুন ২০১৬

ফাহমিদা নবীর ‘সাদাকালো’ এ্যালবামের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ আনন্দঘন পরিবেশে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর নতুন এ্যালবাম ‘সাদাকালো’র মোড়ক উন্মোচন হয় শনিবার বিকেলে। জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত এ্যালবামের গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান। গানগুলো লিখেছেন ইবনে সুমন, নাজিব জহির, জাহিদ আকবর, ফারহানা হক, আফতাব মোহসীন। রাজধানীর বেইলি রোডের একটি চাইনিজ রেস্টুরেন্টে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জি-সিরিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী শান, মহসিন, দেবলীনা সুর, নাট্য নির্দেশক চয়নিকা চৌধুরী, ফাহমিদা নবী, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া প্রমুখ। এ্যালবামটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, প্রতিটি গানের কথায় যেমন নতুনত্ব আছে, আছে অনেক ভাললাগা। শান খুব যত্ন করে প্রতিটি গানেরই সুর করেছে। তার কাজে আমি মুগ্ধ। আশা করি শ্রোতারাও আমার নতুন গানে মুগ্ধ হবেন। আমি নিজে আমার গানগুলো শুনে তৃপ্ত হই, মুগ্ধ হই। ‘সাদাকালো’ এ্যালবামটিতে মোট ছয়টি গান রয়েছে। গানগুলোর শিরোনাম হচ্ছে ‘সাদাকালো’ দ্বৈত), ‘দু’চোখ(নীলচে দহন)’, ‘যখন’, ‘অন্ধকার’, ‘ভাবনা আমার’ ও ‘ছয়টি ঋতু’। ‘সাদাকালো’ গানটিতে ফাহমিদা নবীর সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন শান। এ গানটি ফাহমিদা নবী এককও কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে ‘সাদাকালো’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে প্রচারের কারণে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
×