ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘শিকারি’ চলচ্চিত্রের গান ইউটিউবে

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ জুন ২০১৬

‘শিকারি’ চলচ্চিত্রের গান ইউটিউবে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ইউটিউবে প্রকাশ হলো ‘শিকারি’ চলচ্চিত্রের প্রথম গান ‘হারাবো তোকে’। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই যেন হুমড়ি খেয়ে পড়ে শাকিব ভক্তরা। যৌথ প্রযোজনার এ সিনেমায় বাংলাদেশের নায়ক শাকিব খান আর টালিগঞ্জের শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অনবদ্য রসায়ন অবাক করল সবাইকে। ইন্দ্রদীপ দাশগুপ্তের লেখা ও সুর করা গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী শান। ৪ মিনিট ৫৮ সেকেন্ডের এই গানে শাকিব-শ্রাবন্তীর মৃদুমন্দ প্রেমের খুনসুটি চোখে পড়েছে ল-নের দৃষ্টিনন্দন বিভিন্ন লোকেশনে। শ্রাবন্তীকে ছাপিয়ে শাকিবের উপস্থিতি ছিল নজরকাড়া, মেদ কমিয়ে হয়েছেন পুরোপুরি ঝরঝরে। চেহারাতেও এসেছে নান্দনিক পরিবর্তন। বোঝাই যাচ্ছে, চলচ্চিত্রের চরিত্রে অভিনয়ের জন্য বেশ কঠোর পরিশ্রম করেছেন বাংলাদেশের এই সুপারস্টার। ইউটিউবেও দারুণ সাড়া ফেলেছে গানটি। মন্তব্যের ঘরে গানের ভাল-মন্দ, যৌথ প্রযোজনা নিয়ে বিতর্ক ছাপিয়ে উঠেছে শাকিবের প্রশংসার ঝড়। এমনকি ভারতীয় বাঙালীরাও সাদরে গ্রহণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের এ তারকাকে। এদিকে গানের মান এবং শাকিব-শ্রাবন্তী জুটি নিয়েও মন্তব্য করেছেন অনেকে। ফেসবুকে এসকে মুভিজ আর জাজ মাল্টিমিডিয়ার পেজেও দেখা গেছে ভক্তদের মন্তব্যের ভিড়। একজন বাংলাদেশী দর্শক শাকিবের অন্যান্য কাজের ভক্ত না হলেও মুগ্ধ হয়েছেন ‘শিকারি’র গানটি দেখে। লিখেছেন, এই প্রথমবার শাকিব খানের কোন গান ডাউনলোড করলাম। অসাধারণ গান এবং দুর্দান্ত কোরিওগ্রাফি। আরেকজন বলছেন, এক কথায় দারুণ হয়েছে গানটা। আসলে এতদিন ভাল পরিচালকের অভাবে আমাদের শাকিব খানকে ভালভাবে উপস্থাপন করা হয়নি। কিন্তু আজ নতুন এক শাকিবকে দেখলাম। এসকে মুভিজের পেজে ভারতীয় একজন ভক্ত লিখেছেন, ধন্যবাদ। এমনই এক শাকিবকে দেখতে চাচ্ছিলাম আমরা। সিনেমাটি নিঃসন্দেহে ব্লকবাস্টার হতে চলেছে, এমনটাই আশা করেছেন অনেক ভক্তই। জয়দিপ মুখোপাধ্যায়ের পরিচালনায় চলচ্চিত্রটি এই ঈদে মুক্তি পাচ্ছে ।
×