ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে পিই রেশিও কমেছে

প্রকাশিত: ০৩:৫১, ১৯ জুন ২০১৬

ডিএসইতে পিই রেশিও কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের তুলনায় পিই রেশিও কমেছে দশমিক ৩ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৩৭ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৪০ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ২ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৫ দশমিক ৮ পয়েন্টে, সিরামিক খাতের ২০ দশমিক ৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩৩ দশমিক ৫ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুত খাতে ১৩ পয়েন্টে, সাধারণ বীমা খাতে ১০ দশমিক ১ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩১ দশমিক ১ পয়েন্টে, পাট খাতের মাইনাস ১৯ দশমিক ৯ পয়েন্টে, বিবিধ খাতের ২৭ দশমিক ২ পয়েন্টে অবস্থান করছে। সাহারা গ্রুপের আরও ১৬টি প্রতিষ্ঠান নিলামে তুলছে সেবি অর্থনৈতিক রিপোর্টার ॥ নিলামের উদ্দেশ্যে সাহারা গ্রুপের আরও ১৬টি সম্পত্তি তালিকাভুক্ত করল ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বা সেবি। যার পরিমাণ ১ হাজার ২৪৫ কোটি টাকা। আগামী মাসে সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করতে এই নিলামের উদ্যোগ। এর আগে সেবি সুব্রত রায়ের সংস্থার ৪২টি সম্পত্তি নিলামের জন্য তালিকাভুক্ত করেছিল। যার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৩৪৫ কোটি টাকা। অন্য একটি নোটিসে সেবি জানিয়েছে, আগামী মাসে এসবিআই ক্যাপ ৬৬৬ কোটি এবং এইডিএফসি রিয়েলটি ৫৭৯ কোটি টাকা মূল্যের সাহারার আটটি করে সম্পত্তি নিলামে তুলবে। এছাড়াও, এসবিআই ক্যাপ ও এইডিএফসি রিয়েলটির আরও দুটি করে নিলামের কথা রয়েছে।
×