ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেয়র সাদিক খানের আসনে এমপি হলেন লেবার পার্টির রোজেনা খান

প্রকাশিত: ০৩:৪৯, ১৯ জুন ২০১৬

মেয়র সাদিক খানের আসনে এমপি হলেন লেবার পার্টির রোজেনা খান

বিডিনিউজ ॥ লন্ডনের মেয়র সাদিক খানের শূন্য আসন সাউথ লন্ডনের টুটিংয়ের উপ-নির্বাচনে লেবার পার্টির প্রার্থী রোজেনা এ্যালিন খান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানী বংশোদ্ভূত ডা. রোজেনা এ্যালিন খান মোট ১৭,৮৯৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডান ওয়াটকিনস পান ১১,৫৩৭ ভোট। সাদিক খানের চেয়ে রোজেনা এ্যালিন বেশি ভোটের ব্যবধানে (৬,৩৫৭) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। মে মাসে লন্ডনের মেয়র নির্বাচিত হন পাকিস্তানী বংশোদ্ভূত সাদিক খান। রোজেনা এ্যালিনের লেবার পার্টির ১০০তম নারী এমপি হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দলটির আরেক নারী এমপি জো কক্সকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়। যে কারণে ৯৯ নম্বরেই থেকে যেতে হচ্ছে রোজেনাকে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর লেবারের আরেক নারী এমপি টিউলিপ সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোজেনা এ্যালিনকে অভিনন্দন জানান। জবাবে জো কক্সের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন রোজেনা। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কক্সের মৃত্যুর খবর পাওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে বিজয়ী ভাষণ দেননি রোজেনা। নাইজিরিয়ায় জানাজায় বোকো হারাম জঙ্গীদের হামলা ॥ নিহত ২৪ বোকো হারাম জঙ্গীরা নাইজিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে জানাজার সময় অন্তত ২৪ ব্যক্তিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী। এদিকে সন্দেহভাজন বোকো হারামের জঙ্গীরা মন্ত্রীদের একটি প্রতিনিধি দলের সফরকালে নাইজারের একটি গ্রামে হামলা চালিয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে সাত পুলিশ কর্মকর্তা নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। খবর গার্ডিয়ানের। নাইজিরিয়ার আদামাওয়া প্রদেশের কুদা গ্রামে বৃহস্পতিবার ওই হামলার পর থেকে গ্রামটির বেশ কিছু নারী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে স্থানীয় বাসিন্দা মোসেস কোয়াগ জানিয়েছেন। স্থানীয় জনগোষ্ঠীর নেতা মাইনা ওলারামু জানান, স্থানীয় এক নেতার জানাজার সময় হামলা চালানো হয়। তিনি বলেন, তারা (হামলাকারীরা) মোটরসাইকেলযোগে আসে এবং জনতার ওপর গুলিবর্ষণ করে ২৪ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী। তারা খাদ্য সরবরাহ লুট করে ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে এবং প্রায় এক ঘণ্টা পর স্থানটি ছেড়ে তারা চলে যায়।
×