ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে ১৫০০ নারীর নগ্ন হয়ে প্রতিবাদের পরিকল্পনা

প্রকাশিত: ০৩:৪৮, ১৯ জুন ২০১৬

ট্রাম্পের বিরুদ্ধে ১৫০০ নারীর নগ্ন হয়ে প্রতিবাদের পরিকল্পনা

আগামী মাসে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের সময় দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারী স্বেচ্ছাসেবীরা স্বতঃর্স্ফূতভাবে নগ্ন হয়ে প্রতিবাদের পরিকল্পনা করেছেন। ট্রাম্পের নারী বিদ্বেষী আচরনে ক্ষুব্ধ হয়ে প্রায় ১৫০০ নারী এই প্রতিবাদে অংশ নেয়ার ইচ্ছা জানিয়েছেন। খবর টেলিগ্রাফ ও টাইমস অব ইন্ডিয়ার। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে সম্মেলন ভেন্যুর সামনে আয়না হাতে দাঁড়িয়ে থাকবেন প্রতিবাদে অংশ নেয়া এই নারীরা। ‘এভরিথিং শি সেস মিনস সামথিং’ শিরোনামের এই প্রতিবাদে অনেকেই মূলত রাজনৈতিক ও নারীবাদী কারণে অংশ নেবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পুরুষদের ম্যাগাজিন এস্কয়ার। এক স্বেচ্ছাসেবী বলেছেন, একজন মানুষ হিসেবে আমি ট্রাম্প ও অন্য রিপাবলিকানদের বিরুদ্ধে দাঁড়াতে চাই, যারা নারী, অভিবাসী, সমকামী ও রূপান্তরকামীদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেন এবং যারা দেশকে বিষিয়ে তুলছেন। আরেক স্বেচ্ছাসেবী বলেছেন, আমি শুধু আমার মেয়েদের জন্য নয়, অন্য নারী ও শিশুদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে, আমরা কিভাবে টিকে আছি এবং চোখে যা দেখা যায়, তার চেয়ে কতটা মূল্যবান আমরা। ‘যারা গর্ভপাত করেছেন তাদের শাস্তি দেয়া উচিত, ট্রাম্পের এমন মন্তব্যে নারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এছাড়া তিনি আরও নানা উগ্র জাতীয়তাবাদী মন্তব্যও করেছেন। এমনকি তিনি বলেছেন, ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন তার ‘নারী কার্ড’ ব্যবহার করে জরিপে এগিয়ে আছেন। ব্যবধান আরও কমেছে ॥ ফ্লোরিডার অরল্যান্ডোর নাইটক্লাবে হামলার ঘটনার পর সর্বশেষ করা জরিপে হিলারির সঙ্গে ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান গত সপ্তাহের চেয়ে আরও কমেছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চালানো ওই জরিপে দেখা গেছে দুই জনের মধ্যে ব্যবধান ১০ দশমিক ৭ পয়েন্ট কমেছে। পাঁচ দিনের এই জরিপে আমেরিকান ভোটারদের মধ্যে ৪৫ দশমিক ৫ শতাংশ হিলারিকে এবং ৩৪ দশমিক ৮ শতাংশ ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আর ১৯ দশমিক ৭ শতাংশ বলেছে, তারা কোনও প্রার্থীকে সমর্থন করবে না। গত রবিবার হিলারির প্রতি ৪৬ দশমিক ৬ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ৩২ দশমিক ৩ শতাংশ সমর্থন ছিল। পাকিস্তানে কালাশ কিশোরীর ধর্মান্তর নিয়ে ব্যাপক সংঘর্ষ পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের চিত্রল অঞ্চলে এক কালাশ কিশোরীর ধর্মান্তর নিয়ে সৃষ্ট বিতর্কে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বহু দেবদেবীর পূজা করা সংখ্যালঘু কালাশ জনগোষ্ঠীটির রিনা নামের এক কিশোরী গেল সপ্তাহে ইসলাম ধর্ম গ্রহণ করে। খবর বিবিসির। কিন্তু তাকে জোর করে আগের ধর্মে ফেরানো হয়েছে এবং সে ইসলাম ত্যাগ করেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ব্যাপক গোলযোগের সূত্রপাত্র হয়। ওইদিন বহু মানুষ লাঠি ও পাথর নিয়ে রিনাদের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে রিনাকে কালাশ উপত্যকার বাড়ি থেকে চিত্রলে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। শুক্রবার উভয়পক্ষের বয়োঃজ্যেষ্ঠদের সঙ্গে এক বৈঠকের পর রিনা সাংবাদিকদের জানিয়েছেন, স্বেচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার মুসলিম আত্মীয়দের সঙ্গেই তিনি থাকবেন। এক সংবাদ সম্মেলনে রিনার পরিবার, কালাশ ও মুসলিম, উভয় সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, ভুল বোঝাবুঝি থেকে সহিংসতার ঘটনা ঘটেছে। ঘটনায় প্রকাশ, রিনা ইসলাম ধর্ম গ্রহণ করে এক মাদ্রাসায় একটি মুসলিম পরিবারের সঙ্গে রাত পার করে।
×