ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের ২০ কোটি কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন লক্ষ্য

মৌসুমী বায়ুর অবস্থা নির্ভুল পর্যবেক্ষণে বঙ্গোপসাগরে রোবট

প্রকাশিত: ০৩:৪৮, ১৯ জুন ২০১৬

মৌসুমী বায়ুর অবস্থা নির্ভুল পর্যবেক্ষণে বঙ্গোপসাগরে রোবট

ভারতীয় মৌসুমী বায়ুর অবস্থা সম্পর্কে আরও নির্ভুল ভবিষ্যদ্বাণী করতে বঙ্গোপসাগরে রোবটের মাধ্যমে গবেষণা চালাবেন ভারত ও ব্রিটেনের বিজ্ঞানীরা। এই মৌসুমী বায়ু ভারতের কোটি কোটি কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। এই গবেষণা পরিচালনা করতে ৮০ লাখ পাউন্ড ব্যয় হবে। শুধু তাই নয় গবেষণার অংশ হিসেবে বায়ুম-লের অবস্থা পরিমাপ করতে বঙ্গোপসাগরের ওপর দিয়ে বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমেত বিমান পরিচালনা করবেন বিজ্ঞানীরা। গত সপ্তাহে ভারতের দক্ষিণাঞ্চল দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আবহাওয়ার ফলপ্রসূ পূর্বাভাস ভারতের ২০ কোটিরও বেশি কৃষক ও কৃষি শ্রমিকের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাবে। ভয়াবহ খরায় এসব কৃষক প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সমুদ্র কিভাবে মৌসুমী বৃষ্টিপাত দ্বারা প্রভাবিত’ এই বিষয়ক গবেষণায় ইউনিভার্সিটি অব ইস্ট এ্যাংলিয়ার গবেষকরা বঙ্গোপসাগরে সাতটি রোবট ছাড়বেন। আগামী সপ্তাহে ভারতীয় জাহাজে করে এই রোবটগুলো সাগরে ছাড়া হবে। আর ঠিক একই সময়ে ইউনির্ভাসিটি অব রিডিং ও ভারতের জলবায়ু বিশেষজ্ঞরা বিমানে বসে যন্ত্রপাতির সাহায্যে বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার পরিমাপ করবেন। বিমানটি ভারতের দক্ষিণাঞ্চলীয় ব্যাঙ্গালুরু থেকে সাগরের ওপর দিয়ে উড়বে। কম্পিউটার সংযুক্ত এই রোবটগুলো দেখতে ডুবোজাহাজের মতো। আগামী এক মাস এগুলো সাগরের অভ্যন্তরে কাজ করবে। এ সময় রোবটগুলো বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে ঘুরে ঘুরে এর তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের পরিমাপ করবে। গবেষণা দলের প্রধান এ্যান্ড্রি ম্যাথু বলেন, ভারতের আবহাওয়া সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। এদেশের আবহাওয়ার গতিপ্রকৃতি খুবই জটিল। তিনি বলেন, এই অবস্থায় কেউই মৌসুমী বায়ুর সময় ভারতের আবহাওয়া পর্যবেক্ষণ করেনি। তাদের এই প্রকল্প সত্যিই যুগান্তকারী বলে মন্তব্য করেন তিনি। ভারতের অর্ধেকেরও বেশি কৃষি খামারে সেচ সমস্যা প্রকট। বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই এলাকার কৃষকরা প্রায়ই প্রাকৃতিক বৃষ্টিপাতের ওপর নির্ভর করে। তাই বঙ্গোপসাগরের ওপর দিয়ে বয়ে চলা মৌসুমী বায়ুর আগাম ভবিষ্যদ্বাণী খরা ও বন্যা মোকাবেলায় সহায়তা করতে পারে। গবেষণা দলের গবেষক বেন ওয়েবার বলেন, বিজ্ঞানীদের কাছে উপগ্রহের সাহায্যে পাঠানো সঙ্কেতগুলো কম্পিউটারে পরীক্ষা করে দেখা হবে, ভারতের আবহাওয়া ও বৃষ্টিপাতে এসব কিভাবে প্রভাব ফেলছে। আর এই গবেষণার মাধ্যমে ভারতের আবহাওয়ার ব্যবস্থার কিভাবে উন্নতি করা যায় এ বিষয়ক বিস্ময়কর তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি। -এএফপি
×