ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যারা গুপ্তহত্যা ও জঙ্গীবাদে জড়িত তাদের সঙ্গে ঐক্য নয় ॥ হানিফ

প্রকাশিত: ০৮:১০, ১৮ জুন ২০১৬

যারা গুপ্তহত্যা ও  জঙ্গীবাদে জড়িত তাদের সঙ্গে  ঐক্য নয় ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যারা সরাসরি গুপ্তহত্যা এবং জঙ্গীবাদের সঙ্গে জড়িত তাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না। গুপ্তহত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না। গুপ্তহত্যার দায় বিএনপিকে নিতেই হবে। তাই এখনও সময় আছে এসব নিষ্ঠুরতা বন্ধ করুন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি মাওলানা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ। হানিফ বলেন, গুপ্তহত্যার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ হত্যাকা-ের মদদদাতা, অর্থদাতা এবং হত্যাকারীদের একই অপরাধের দায়ে বিচার করা হবে। তিনি আলেম-ওলামাদের দেশের বিরুদ্ধে চক্রান্তকারী ও গুপ্তহত্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান যুবলীগের ॥ অসাম্প্রদায়িক-জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে জঙ্গী-গুপ্তহত্যা, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। শুক্রবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের ১৯ জুন মানববন্ধন কর্মসূচী সফল করার লক্ষ্যে ‘যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা’ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
×