ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুঙ্গার পাশে পেলে

প্রকাশিত: ০৭:০৩, ১৮ জুন ২০১৬

দুঙ্গার পাশে পেলে

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায়! তার মাশুলও দিতে হলো ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লোস দুঙ্গাকে। দ্বিতীয়বারের মতো কোচের পদ থেকে বরখাস্ত হলেন তিনি। তবু যুক্তরাষ্ট্রে চলমান কোপার শতবর্ষী আসরে ব্রাজিল দলের ব্যর্থতার পেছনে ছাঁটাই হওয়া কোচ দুঙ্গার কোন দোষ দেখছেন না দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। বরং দুঃসময়ে কার্লোস দুঙ্গার পাশে দাঁড়ালেন পেলে। এ বিষয়ে তিনি বলেন, ‘দুঙ্গাকে নিয়ে সব সমালোচকেরা যে খারাপ কথা বলছে তা ঠিক না। প্রকৃতপক্ষে এ বিষয়ে তার কিছুই করার নেই। দুঙ্গা তার কাজ করেছে।’ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ড্র করে সেলেসাওরা। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতিকে ৭-১ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েই টুর্নামেন্টে ফেরে ব্রাজিল। কিন্তু দুর্ভাগ্য শ্বৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিলের। গ্রুপ পর্বের শেষ এবং তৃতীয় ম্যাচে পেরুর কাছে বিতর্কিত এক গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে নেইমারবিহীন ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে হারের দুঃস্মৃতিটা এখনও তরতাজা। ঘরের মাঠে সেই টুর্নামেন্ট থেকে ব্রাজিলের বিদায়ের পরই দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেন দুঙ্গা। অস্কার-নেইমারদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে শুরুটা ভাল করলেও তার রক্ষণাত্মক কৌশল ব্রাজিল সমর্থকদের হৃদয় জয় করতে পারেনি।
×