ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেভিতোভা-ওজনিয়াকির বিদায়

প্রকাশিত: ০৭:০২, ১৮ জুন ২০১৬

কেভিতোভা-ওজনিয়াকির বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন পেত্রা কেভিতোভা। দুটিই আবার উইম্বল্ডনে। আবারও দোরগোড়ায় উইম্বল্ডন। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে টেনিস তারকাদের প্রস্তুতি মঞ্চ হিসেবেই বিবেচিত হয় বার্মিংহ্যাম ওপেন। যেখানে শুরুটা জয় দিয়েই করেছিলেন পেত্রা কেভিতোভা। কিন্তু দ্বিতীয় পর্বেই থেমে গেল তার জয়রথ। বৃহস্পতিবার লাটভিয়ার অখ্যাত খেলোয়াড় জেলেনা ওস্টেপেঙ্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন চেকপ্রজাতন্ত্রের কেভিতোভা। জেলেনা ওস্টেপেঙ্কো এদিন ৬-৪, ৪-৬ এবং ৬-৩ সেটে হারান টুর্নামেন্টের পঞ্চম বাছাই পেত্রা কেভিতোভাকে। আর প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়েরের কাছে ৬-৪, ৬-৭ (৫/৭) এবং ৬-২ সেটে হার মানেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। মাত্র ১৯ বছর বয়স জেলেনা ওস্টেপেঙ্কোর। টেনিস র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ৩৮। কিন্তু ঘাসের কোর্টে দুর্দান্ত খেলেন তিনি। ম্যাচ শেষে পেত্রা কেভিতোভাও স্বীকার করেছেন তা। এ প্রসঙ্গে ২৬ বছর বয়সী পেত্রা কেভিতোভা বলেন, ‘তার ওপর চাপ প্রয়োগ করাটা খুব কঠিন ছিল। সে যখন সার্ভ ড্রপ করে তখন যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে পড়ে। তার বিপক্ষে আমি মোটেই ভালভাবে নড়াচড়া করতে পারিনি।’ বার্মিংহ্যামের প্রথম পর্ব থেকে বিদায় নিয়ে সমর্থকদের হতাশ করেছেন ক্যারোলিন ওজনিয়াকিও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪৯ নাম্বারে থাকা ইয়ানিনা উইকমায়েরের কাছে হেরে আরও একটি টুর্নামেন্টে নিজেকে ব্যর্থ প্রমাণ করলেন ড্যানিশ টেনিস তারকা। বৃহস্পতিবার বৃষ্টির কারণে আরও দুটি ম্যাচ স্থগিত ঘোষণা করে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে আবারও পরাজয়ের শঙ্কায় রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার ও কার্লা সুয়ারেজ নাভারো।
×