ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদের পর মাশরাফিদের ফিটনেস ক্যাম্প

প্রকাশিত: ০৭:০২, ১৮ জুন ২০১৬

ঈদের পর মাশরাফিদের ফিটনেস ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ টানা চললেও এবারই সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছে বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। কারণ বর্ষা মৌসুমের কথা বিবেচনায় রেখে সবগুলো ম্যাচের রিজার্ভডে রাখায় সময় কিছুটা বেড়েছে। এখন শেষ পর্যায়ে প্রিমিয়ার লীগ। ঈদের আগেই চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হয়ে যাবে। প্রাথমিক পর্ব শেষে ব্যাট হাতে সার্বিকভাবে সবার ওপর ছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের শামসুর রহমান শুভ আর বল হাতে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন শীর্ষে (সার্বিকভাবে দ্বিতীয়)। দু’জনই পেছনে পড়ে গেছেন। সুপার লীগে খেলার সুযোগ পেয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ওপেনার আব্দুল মজিদ রান করার দিক থেকে এবং একই দলের পেসার কামরুল ইসলাম রাব্বী সবার ওপরে (সার্বিকভাবে দ্বিতীয়)। এবার লীগের সবচেয়ে ইতিবাচক দিক জাতীয় দলের ক্রিকেটাররা কেউ ইনজুরিতে পড়েননি। বরং ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার রুবেল হোসেন। কিন্তু ফিটনেসের অবস্থা পরখ করতে ঈদের পরই জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। জাতীয় দলের দুই অপরিহার্য ক্রিকেটার সাকিব আল হাসান এবং তরুণ পেসার মুস্তাফিজুর রহমান দেড় মাস ছিলেন ভারতে। খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আসরে। ফাইনালের আগেই ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ। তবে ফাইনাল খেলেছেন। দেশে ফেরার পর তার ফিটনেস টেস্ট করে বিসিবির চিকিৎসকরা এবং ট্রেনার জানিয়েছেন ৬ সপ্তাহ লাগবে তার পুরোপুরি নিজেকে ফিরে পেতে হলে। আর সেটা না হলে তিনি এবার ইংলিশ কাউন্টি খেলতে সাসেক্সে যোগ দিতেন। অথবা এবার প্রিমিয়ার লীগে তাকে দলে ভেড়ানো মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারতেন। কিন্তু কোনটাই হচ্ছে না। ইনজুরিতে পড়া মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। মুস্তাফিজ ছাড়া আর কারও তেমন ফিটনেস নিয়ে কিংবা ইনজুরি নিয়ে সমস্যা তৈরি হয়নি। এমনকি সাকিবও দেশে ফিরে এবার তার দল আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন নিয়মিত। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যও দেখাচ্ছেন তিনি। আরেকটি দারুণ ব্যাপার হচ্ছে এবার প্রিমিয়ার লীগে জাতীয় দলের আর কোন ক্রিকেটারই কোন ইনজুরি বা ফিটনেস সমস্যায় পড়েননি। বরং নিজেদের ফিরে পেয়েছেন অনেকেই। লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, নাসির হোসেন ব্যাট হাতে কিছুটা হলেও নিজেদের ফেরাতে পেরেছেন। এমনকি ইনজুরি কাটিয়ে খেলায় ফিরেছেন পেসার রুবেল। প্রাথমিক রাউন্ড শেষে কলাবাগান কেসির অধিনায়ক মাশরাফি ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে ছিলেন বোলিং নৈপুণ্যে শীর্ষে। তবে সেটা বাংলাদেশীদের মধ্যে। ২৩ উইকেট নিয়ে তার ওপরে ছিলেন ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান রিক্রুট চতুরঙ্গ ডি সিলভা। কলাবাগান সুপার লীগে উঠতে ব্যর্থ হওয়াতে মাশরাফি আর এগোতে পারেননি। চতুরঙ্গ শীর্ষস্থান ধরে রেখেছেন ১৩ ম্যাচে ১৯.১৪ গড়ে ২৮ উইকেট শিকার করে। দ্বিতীয় স্থানে আছেন তারই সতীর্থ বাংলাদেশী তরুণ পেসার কামরুল। তিনি ২৫.৫৪ গড়ে ২৪ উইকেট নিয়ে মাশরাফিকে পেছনে ফেলেছেন। আর ব্যাটিংয়ে দল সুপার লীগে উঠতে না পারায় শীর্ষস্থান হারিয়েছেন শামসুর। ১১ ম্যাচে ৫৫৮ রান করেছিলেন দারুণ ফর্মে থাকা জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা এ ওপেনার। তাকে ছাড়িয়ে গেছেন দু’জন। তবে শীর্ষে আছেন ভিক্টোরিয়ার মজিদ। তিনি ৪৮.৯২ গড়ে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিসহ করেছেন ৬৩৬ রান। একই দলের আরেক বিস্ময় তরুণ আল আমিন ৫৩.৯০ গড়ে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরিসহ ৫৯৩ রান করে আছেন দ্বিতীয় স্থানে। এরপরই শামসুর। প্রিমিয়ার ক্রিকেট শেষ হলে পারফর্মেন্সের ভিত্তিতে প্রাথমিক একটি দল নিয়ে ঈদের পর শুরু হবে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। সেখানে জাতীয় দলের নিয়মিত সদস্যরা ছাড়াও থাকবেন এবার লীগে চমক জাগানো কয়েকজন ক্রিকেটার। ঈদের পর ঘরোয়া ক্রিকেটেরও ব্যস্ততা থাকবে না। তাই ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার জন্যই শুরু করা হবে ক্যাম্প। প্রায় ৬ সপ্তাহব্যাপী ওই ক্যাম্প চলবে।
×