ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমলা যেখানে কোহলিকে ছাড়িয়ে...

প্রকাশিত: ০৭:০১, ১৮ জুন ২০১৬

আমলা যেখানে কোহলিকে ছাড়িয়ে...

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের মতে এভাবে চলতে থাকলে বিরাট কোহলি একদিন গ্রেট শচীন টেন্ডুলকরের অনেক রেকর্ডই ভেঙ্গে দেবেন। ইমরান খানের সরল মন্তব্য, দলকে জেতানোর ক্ষমতায় কোহলি এখনই শচীনের চেয়ে এগিয়ে। ভারতীয়রাও কোহলির মাঝে তাদের ক্রিকেটঈশ্বর শচীনের ছাঁয়া দেখেন। প্রতিটি ফরমেটে কোহলি মানেই রান-মেশিন, হোক টেস্ট-ওয়ানডে, টি২০, কিংবা ঘরোয়া আইপিএল। মজার বিষয়, একটি জায়গায় কোহলিকে ছাড়িয়ে হাসিম আমলা! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বুধবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার। ৯৯ বলে খেলেছেন ১১০ রানের দুরন্ত ইনিংস। দ্রুততম সময়ে ২৩তম সেঞ্চুরি হাঁকিয়ে আমলা (১৩৫তম ম্যাচে ১৩২ ইনিংসে) পেছনে ফেলেছেন কোহলিকে। বর্তমানে ২৫ সেঞ্চুরির মালিক কোহলির ২৩ নম্বর ট্রিপল ফিগারে পৌঁছতে লেগেছিল ১৫৭ ইনিংস। ২০১৪ সালে আমলা সেঞ্চুরি করেছিলেন ৪টি, ২০১৩’র ডিসেম্বর থেকে ধরলে ১২ মাসে ৫টি। গত বছর আরও ৪টি। চলতি বছরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এ বছর অবশ্য ম্যাচও কম খেলা হয়েছে। ২০১৬ সালে ৯ ওয়ানডেতে ২ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন সমান সংখ্যক হাফ সেঞ্চুরিও। ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আগের সেঞ্চুরিটি হাঁকালেও বাকি ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেই তিনিই জ্বলে ওঠেন মোক্ষম সময়ে। সেন্ট কিটসে ৩৪৩ রানের বিশাল স্কোর গড়া দক্ষিণ আফ্রিকা ১৩৯ রানের বড় জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রোটিয়ারা সিরিজে আগের ম্যাচগুলোতে দলীয়ভাবেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। এই ম্যাচের সাফল্য এবি ডি ভিলিয়ার্সদের নতুন করে রসদ যোগাবে। আমলা আধুনিক ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান। তার ব্যাটিংয়েই সেটি বার বার প্রমাণিত হয়েছে। তবে কেন যেন কোহলির পেছনে লেগেছেন পাকিস্তানী বংশোদ্ভূত তুখোড় এই প্রোটিয়া উইলোবাজ! গত বছর দ্রুত ৬ হাজার রান করতেও এই কোহলিকেই (১৩৬ ইনিংস) পেছনে ফেলেছিলেন আমলা (১২৩ ইনিংস)। তার আগে ২০১৫ সালের জানুয়ারিতে কোহলি ও গ্রেট ভিভ রিচার্ডসকে পেছনে ফেলে গড়েছিলেন দ্রুত ৫ হাজার রানের রেকর্ডও। অনেকের বিশ্বাস কোহলি একদিন শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গে দেবেন। যে ফর্মে আছেন, হয়ত সেটি অসম্ভব নয়। তবে আমলাও কিন্তু কম যাচ্ছেন না। তার কারণেই তো একেকটি রেকর্ড বেশিদিন ধরে রাখতে পারছেন না কোহলি। কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমলাই এগিয়ে! ১৩৫ ওয়ানডেতে আমলার রান ৬,৪২৯। ৯২ টেস্টে ৭,৩৫৮। ১৭১ ওয়ানডেতে কোহলির রান ৭,২১২। ৪১ টেস্টে ২,৯৯৪। দুই ভার্সন মিলিয়ে আমলার সেঞ্চুরি ৪৮, কোহলির ৩৬টি। ভারতে গোলাপী বলের যাত্রা শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ আগামী অক্টোবরে সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি দিবারাত্রির টেস্ট আয়োজনের কথা রয়েছে ভারতের। এর আগেই দেশের ক্রিকেটারদের দিবারাত্রির বড় দৈর্ঘ্যরে ম্যাচের সঙ্গে পরিচিত করতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেটাই আজই হতে যাচ্ছে। আন্তঃক্লাব ফাইনালে চারদিনের ম্যাচে আজ মুখোমুখি হবে মোহনবাগান ও ভবানীপুর ক্লাব। এটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করেছে ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গল। এর প্রধান সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। উল্লেখ্য, দিবারাত্রির দীর্ঘ পরিসরের ম্যাচে সাধারণ দৃষ্টিগোচরে সুবিধার জন্য ’গোলাপী বল’ ব্যবহার করা হয়। আজ এই ম্যাচের মধ্য দিয়ে ভারতে গোলাপী বলের যাত্রা শুরু হবে।
×