ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে ফেদেরার

প্রকাশিত: ০৭:০১, ১৮ জুন ২০১৬

কোয়ার্টার ফাইনালে ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে গত মাসে ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেননি রজার ফেদেরার। তবে চোট কাটিয়ে আবারও স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন সুইজারল্যান্ডের এই টেনিস কিংবদন্তি। বৃহস্পতিবার দারুণ জয়েই হ্যালে ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। দ্বিতীয় পর্বের ম্যাচে এদিন টুর্নামেন্টের শীর্ষ বাছাই রজার ফেদেরার ৬-৩ এবং ৭-৫ সেটে হারান তিউনিসিয়ার মালেক জাজিরিকে। সেমিফাইনালে উঠার পথে তার বাধা এখন বেলজিয়ামের ডেভিড গোফিন। আগামী আগস্টে ৩৫ বছরে পা রাখবেন রজার ফেদেরার। কিন্তু তারপরও টেনিস কোর্টে সাবলীলভাবে খেলে যাচ্ছেন তিনি। তবে সেই ঝাঁঝ এখন আর নেই তার। ২০১২ সালের পর আর কোন গ্র্যান্ডসøাম জিততে পারেননি এই ফেড এক্সপ্রেস। শুধু তাই নয়, চলতি বছরে এখন পর্যন্ত কোন শিরোপাই জিততে পারেননি তিনি। ২০০০ সালের পর এটাই তার ক্যারিয়ারে দীর্ঘ সময়ের শিরোপা খরা। তবে হ্যালে ওপেনে ১৪ বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেই যেন শিরোপার স্বপ্ন দেখছেন রজার ফেদেরার। দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েই ফেদেরার বলেন, ‘প্রথম সেটের পর তো ভেবেই নিয়েছিলাম যে সে হয়তো আমাকে নিয়ে পর্যবেক্ষণ করেছে। তাই দ্বিতীয় সেটেই কিছুটা ভিন্নভাবে সার্ভ করি এবং তার ফলাফলও পাই। তার বিপক্ষে খেলাটা কঠিন হবে বলেই ধরে নিয়েছিলাম। শেষ পর্যন্ত জিতে আমি খুবই আনন্দিত। এর আগে দুবাইয়ে তার বিপক্ষে খেলেছিলাম। আমি মনে করি খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত।’ হ্যালে ওপেনের শেষ আটে রজার ফেদেরার খেলবেন বেলজিয়ামের ডেভিড গোফিনের বিপক্ষে। পঞ্চম বাছাই গোফিন দ্বিতীয় পর্বে ইউক্রেনের সার্গি স্ট্যাখোভস্কির মুখোমুখি হয়েছিলেন। কিন্তু প্রথম সেটেই ৪-৬ সেটে হেরে যান তিনি। তবে দ্বিতীয় সেটেই (৭-৫) ঘুরে দাঁড়ান গোফিন। কিন্তু তৃতীয় সেট ২-০ ব্যবধানে গড়ালেই রিটায়ার্ড নেন স্ট্যাখোভস্কি। এর ফলে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে ফেলেন গোফিন। এই মাসের শেষ সপ্তাহেই শুরু হবে উইম্বল্ডন। তার পরপরই রিও অলিম্পিক। ক্রীড়াজগতের মহাযজ্ঞে সুইজারল্যান্ডের নেতৃত্ব দিবেন রজার ফেদেরার। সতীর্থ স্টানিসøাস ওয়ারিঙ্কাকে সঙ্গী করে দেশকে স্বর্ণপদক উপহার দেয়ার লক্ষ্যেই ব্রাজিলে যাবেন ফেদেরার। উইম্বল্ডন এবং রিও অলিম্পিকের আগে এই হ্যালে ওপেনের নবম শিরোপা জেতাটা ফেদেরারের জন্য খুবই জরুরী। টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ফেদেরারের দৃষ্টিও সেদিকে। এদিকে কব্জির ইনজুরির কারণে উইম্বল্ডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। তবে রিও অলিম্পিকের আগেই কোর্টে ফিরতে চান তিনি। সেজন্য জুলাইয়ের শেষদিকে শুরু হওয়া টরেন্টো ওপেনে খেলার পরিকল্পনা করছেন স্প্যানিশ টেনিস তারকা। আর তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ টনি নাদাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টরেন্টোতে ফেরার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে এটা নির্ভর করছে তার স্বাভাবিক সুস্থতার ওপর।’ বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের পাঁচ নাম্বার তারকা নাদাল। রিও অলিম্পিকে খেলার দারুণ আগ্রহ তার।
×