ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারত-জিম্বাবুইয়ে প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৭:০০, ১৮ জুন ২০১৬

ভারত-জিম্বাবুইয়ে  প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’- ভারতের মতো প্রবল প্রতিপক্ষের কাছে জিম্বাবুইয়ের এমনটা হতেই পারে। কিন্তু হারের ধরন সমর্থকদের লজ্জা দিচ্ছে। ভেতরে-বাইরে এতসব পরিবর্তন এনে কোন লাভ হয়নি। ব্যর্থতার পাল্লা ক্রমশ ভারি হয়ে চলেছে এক সময়কার আফ্রিকান ‘লিলিপুটদের’। তিন ম্যাচে ১৬৮, ১২৬ ও ১২৩ রানে অলআউট হয় গ্রায়েম ক্রেমারের দল। ঘরের মাটিতে হারে যথাক্রমে ৯, ৮ ও ১০ উইকেটে। নামে ভারত হলেও এটি তাদের দ্বিতীয় সারির দলও নয়! অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই কেবল বড় নাম। অভিষেক হয়েছে চারজনের, অপেক্ষায় আরও দুজন। সেই দলের বিপক্ষে জিম্বাবুইয়ের এভাবে গর্তে ঢুকে যাওয়া সত্যি যন্ত্রণার। হারারে স্পোর্টস মাঠে শেষ ওয়ানডেতে এক ক্ষুব্ধ সমর্থকের প্ল্যাকার্ডে সেই চিত্রই ফুটে ওঠে, ‘হে ঈশ্বর, আমাদের ক্রিকেট কোথায় যাচ্ছে?’ তিন ম্যাচের টি২০ শুরু হচ্ছে আজ। হ্যামিল্টন মাসাকাদজা-এলটন চিগম্বুরারা কি পারবে ঘুরে দাঁড়াতে? মাঠ ও মাঠের বাইরে জিম্বাবুইয়ে ক্রিকেট কার্যত বেসামাল হয়ে পড়েছে। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি, টি২০ বিশ্বকাপের বাছাই থেকে বাদপড়া, এমনকি আফগানিস্তানের কাছে ‘হোম এ্যান্ড এ্যাওয়ে’ দুটি সিরিজে হারÑ এ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিকের উত্তরসূরিদের এ চেহারা দেখার নয়। ভারত সিরিজের আগে অভ্যন্তরেও ঝড় বয়ে যায়। বরখাস্ত হন প্রধান কোচ ডেভ হোয়াটমোর, মাসাকাদজাকে সরিয়ে ক্রেমারকে অধিনায়ক করা হয়। ভারতের কাছে ওয়ানডে সিরিজকে তবু বদলায়নি মাঠের ফল। লজ্জায়-হতাশায় বোলিং কোচ মাখায়া এনটিনি যেমন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যার কথা বলেছিলেন! টি২০তে পরীক্ষাটা আরও কঠিন, কারণ ইনজুরিতে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামস ও ক্রেইগ অরভিন। ওয়ানডে সিরিজেই ইনজুরিতে পড়েন তারা। ফর্মহীনতায় বাদ পড়েছেন তিনাশে পানিয়াঙ্গারা, লুক জঙ্গি ও তেন্দাই চিশোরোফিরেছেন ব্রায়ান চারি, ডোনাল্ড ত্রিপানো, তিনোতেন্দা মাতুম্বাজি, তিমিচেন মারুমা, চামু চিবাবা ও নতুন মুখ অফস্পিন-অলরাউন্ডার তাপিয়া মুফুজার। ক্রেমারদের জন্য ঘুরে দাঁড়ানোর কাজটা মোটেই সহজ হবে না। কারণ ওয়ানডেতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোন বিভাগেই পাত্তা পায়নি তারা। বিশেষ করে ব্যাটিংয়ে স্বাগতিকরা ন্যূনতম আশাও জাগাতে পারেনি। বারিন্দার স্রান, জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহালদের খেলতে নাভিশ্বাস মাসাকাদজা-চিগম্বুরা, সিকান্দার রাজার মতো অভিজ্ঞরা। অথচ ব্যাটিংয়ে মাত করে দিয়েছেন প্রতিপক্ষের অভিষিক্ত ওপেনার লোকেশ রাহুল। জ্বলে উঠেছেন করুণ নায়ার, আমবাতি রাইডু, ফাইজ ফজলের মতো তরুণরা।
×