ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগ ব্রাজিলে পর্যটনমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ জুন ২০১৬

দুর্নীতির অভিযোগ ব্রাজিলে পর্যটনমন্ত্রীর পদত্যাগ

দুর্নীতির অভিযোগে ব্রাজিলের অন্তর্বর্তী সরকারের পর্যটনমন্ত্রী হেনরিক এদুয়ার্দো আলভেজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিচেল তেমেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মাত্র এক মাসের কিছু সময় আগে দায়িত্বে আসা তেমের সরকারের তৃতীয় মন্ত্রী হিসেবে বৃহস্পতিবার পদত্যাগ করলেন আলভেজ। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে এমন রাজনীতিকদের মন্ত্রী নিয়োগ করায় তেমেরের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। আলভেজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস দুর্নীতি কেলেঙ্কারির তদন্ত চলছে। এই কেলেঙ্কারির ফাঁদে পড়েছেন দেশটির কিছু শীর্ষ ব্যবসায়ী থেকে শুরু করে প্রভাশালী রাজনীতিক। তবে তেমেরের কার্যালয় থেকে আলভেজের পদত্যাগের কোন কারণ জানানো হয়নি। আলভেজের বিরুদ্ধে পেট্রোবাসের অধীনস্ত প্রতিষ্ঠান ট্রান্সপেট্রোর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।
×