ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘পশ্চিমা টার্গেটে হামলার সামর্থ্য হ্রাস পায়নি আইএসের’

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ জুন ২০১৬

‘পশ্চিমা টার্গেটে হামলার সামর্থ্য  হ্রাস পায়নি আইএসের’

সিআইএ পরিচালক বৃহস্পতিবার সিনেট কমিটিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জঙ্গী গ্রুপ আইএসের হামলা করার সামর্থ্য হ্রাস পায়নি বরং তারা বিভিন্ন দেশে নতুন করে আক্রমণ করার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সপ্তাহে আইএস ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে বলে যে আশাবাদ ব্যক্ত করেছিলেন সিআইএ পরিচালকের এ বক্তব্য স্পষ্টতই তার পুরোপুরি বিপরীত। সিআইএ পরিচালক জন ব্রেনান বৃহস্পতিবার সিনেটের গোয়েন্দা কমিটির এক শুনানিতে অনেকটা আকস্মিকভাবে হাজির হয়ে আইএসের বর্তমান অবস্থা সম্পর্কে তার এজেন্সির মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় গ্রুপের নেতৃস্থানীয় জঙ্গীরা চাপের মুখে পড়লেও আইএস ‘সম্ভবত’ সন্ত্রাসী হামলা চালানোর ক্ষমতা একেবারে হারিয়ে ফেলেনি। পশ্চিমা দেশের অভ্যন্তরে নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে তারা এখনও সন্ত্রাসী হামলা চালাতে পারে। শরণার্থী বেশে, চোরাকারকারিদের রুট ধরে বা বৈধ ভ্রমণকারীর বেশেও আইএস এজেন্টদের পশ্চিমা দেশগুলোতে পাঠাচ্ছে। Ñফক্স নিউজ
×