ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিম জং উনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাবেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ জুন ২০১৬

কিম জং উনকে যুক্তরাষ্ট্রে স্বাগত  জানাবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে উত্তর কোরীয় নেতা কিম জং উনকে স্বাগত জানানোর ঘোষণা দিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার আটলান্টায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার জন্য সেদেশের একনায়ক কিম জং উনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেবেন। তবে কিমের সঙ্গে কোন রাষ্ট্রীয় বৈঠকে মিলিত হবেন না। খবর নিউইয়র্ক টাইমস ও সিএনএন অনলাইনের। ট্রাম্প বলেন, কিম এদেশে আসতে চাইলে আমি অনুমতি দেব। কিন্তু চীনসহ অন্যান্য দেশের নেতারা যুক্তরাষ্ট্র সফরে এলে যেভাবে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয় এ ধরনের কিছু করা হবে না। গত মাসে রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি সর্বান্তকরণে কিম জং উনের সঙ্গে সাক্ষাতে রাজি আছেন। বুধবার আটলান্টায় এক ঘণ্টার বেশি সময়ের এই বক্তব্যে ট্রাম্প তার বৈদেশিক নীতি প্রস্তাবনায় ভ্রমণকারীদের বিষয়ে কয়েক দশক ধরে চলা মার্কিন কূটনীতির মতভেদগুলো তুলে ধরেন। তিনি বলেন, খোলামেলা সংলাপের অংশ হিসেবে তিনি উত্তর কোরিয়ার এই একনায়কের যুক্তরাষ্ট্র সফর মেনে নেবেন।
×