ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবে মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন না

ট্রাম্পকে হারাতে হিলারির সঙ্গে কাজ করবেন স্যান্ডারস

প্রকাশিত: ০৫:৪২, ১৮ জুন ২০১৬

ট্রাম্পকে হারাতে হিলারির সঙ্গে কাজ করবেন স্যান্ডারস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডারস বলেছেন, তিনি এই মনোনয়ন লড়াই থেকে এখনই সরে দাঁড়াবেন না। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে ও দল সংস্কারের কাজে তিনি হিলারি ক্লিনটনকে সাহায্য করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সমর্থকদের উদ্দেশে ভিডিও ভাষণে ভারমন্টের সিনেটর স্যান্ডারস এসব কথা বলেন। খবর ইয়াহু নিউজের। স্যান্ডারস বলেন, আগামী পাঁচ মাসে আমরা যে গুরুত্ব¡পূর্ণ রাজনৈতিক দায়িত্বের মুখোমুখি হবো তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিশ্চিত করা, শোচনীয়ভাবে পরাজিত করা এবং স্বল্পসময়ের মধ্যেই এই প্রক্রিয়ায় আমি আমার ব্যক্তিগত ভূমিকা রাখার আশা করছি। ভারমন্টে নিজের শহর বার্লিংটন থেকে সম্প্রচারিত হওয়া বক্তব্যে তিনি বলেন, আমি ডেমোক্রেটিক পার্টি সংস্কারের ব্যাপারে হিলারির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি যাতে এই পার্টি শ্রমজীবী ও তরুণদের দলে পরিণত হয়, শুধু ব্যয়বহুল প্রচারমুখী বিত্তবান দাতাদের দলে পরিণত না হয়। গত সপ্তাহে হিলারি ক্লিনটন নিজেকে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী বলে দাবি করার পর থেকে স্যান্ডারসের ওপর মনোনয়নের দৌড় থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে। কিন্তু তিনি তার নিজের মতের ওপর অটল আছেন। তিনি বলেন, আয়ের বৈষম্য, রাজনীতির ওপর পুঁজিবাজারের প্রভাব, ওষুধ ও জীবাশ্ম জ্বালানি কোম্পানির জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে। মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক পার্টির শেষ প্রাইমারিতে দুই ঘণ্টার জন্য হিলারির সঙ্গে দেখা হয় স্যান্ডারসের। ২০০৮ সালের দলের মনোনয়ন লড়াইয়ের এই পর্যায়ে হিলারি ক্লিনটন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। কিন্তু স্যান্ডার্স দলের কনভেনশন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনেক ডেমোক্রেট হিলারির প্রতি স্যান্ডারসের সমর্থন ঘোষণার আহ্বান জানালেও তিনি মনোনয়ন যুদ্ধ থেকে এখনও সড়ে দাঁড়াননি আবার সরাসরি হিলারিকে সমর্থনের কথাও বলেননি। তিনি হিলারির এজেন্ডা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে আন্দোলন তৈরি এবং তা পার্টির মধ্য পর্যায়ে ছড়িয়ে দেয়ার লড়াইয়ের ব্যাপারে মনোযোগ নিবদ্ধ করার ঘোষণা দিয়েছেন। আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট পার্টির জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশনের ডেলিগেট ভোটেই দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হবে। হিলারি ইতোমধ্যেই প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট ভোট জিতে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।
×