ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ জুন ২০১৬

প্রতিবাদ

গত ১৫ জুন দৈনিক জনকণ্ঠের শেষের পাতায় ‘চট্টগ্রাম জেলে বসেই টার্গেট কিলিং পরিকল্পনা’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী। প্রতিবাদে তিনি সংবাদটি বিভ্রান্তিমূলক, অসত্য ও কাল্পনিক বলে দাবি করেছেন। প্রতিবাদে তিনি আরও বলেন, জেএমবি সদস্যদের ক্ষেত্রে কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। কারাগারের সেলে আটক থাকে জঙ্গীরা। কারাগারের সেলে আটক বন্দী ও দায়িত্বপ্রাপ্তরা ছাড়া কেউ সে এলাকায় যাতায়াত করতে পারে না। জেএমবি বন্দী বুলবুল আহমেদ ফুয়াদ কারাগারে আসার পর কোন পত্র প্রেরণের অনুমতি নেয়নি। তাদের সঙ্গে সাক্ষাত প্রার্থীর ভোটার আইডির ফটোকপি সংরক্ষণ করে সিটি এসবির প্রতিনিধির উপস্থিতে পনের দিন অন্তর সাক্ষাত করতে দেয়া হয়। প্রতিবেদকের বক্তব্য ॥ প্রকাশিত সংবাদটি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে হেয় করার উদ্দেশ্যে করা হয়নি। গত ১৪ জুন বাকলিয়া থানার একটি হত্যা মামলায় জেএমবি সদস্য ফুয়াদ মোহাম্মদ বুলবুলকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষ। মিডিয়ার কাছে পিবিআইয়ের কয়েক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে যে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বুলবুলের লেখা চিরকুটে গোয়েন্দা বিভাগে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়। এক্ষেত্রে তৎকালীন গোয়েন্দা বিভাগের এডিসি বাবুল আক্তারসহ কয়েক পুলিশ কর্মকর্তার নামও উল্লেখ রয়েছে বলে পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকা থেকে গ্রেফতার হওয়া জেএমবি চট্টগ্রাম অঞ্চলের সিকেন্ড ইন কমান্ড বুলবুল তখন ছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। প্রকাশিত সংবাদটি পিবিআইয়ের তথ্যের ভিত্তিতে করা হয়েছিল।
×