ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ গুপ্তহত্যা প্রতিরোধে জেগে ওঠো বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ জুন ২০১৬

জঙ্গীবাদ গুপ্তহত্যা  প্রতিরোধে জেগে  ওঠো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ ‘জঙ্গীবাদ গুপ্তহত্যা প্রতিরোধে জেগে ওঠো বাংলাদেশ’। ‘জঙ্গীবাদী গুপ্ত ঘাতকদের প্রতিহত কর ছাত্র জনতা’- এমন আহ্বান জানিয়ে গুপ্তহত্যার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মানববন্ধন করেছে প্রতিগতিশীল বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন। শুক্রবার সকালে শাহবাগে এ কর্মসূচী পালিত হয়। এতে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচীতে অংশ নিয়ে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, মৌলবাদীরা দেশে দাপটের সঙ্গে চলবে এ হতে পারে না। কারণ এ দেশ মৌলবাদীদের নয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন অশুভ শক্তি থাকতে পারবে না। সবাই মিলে এই শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিশ্চিহ্ন করে দিতে হবে উগ্রবাদীদের। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় হলো সাম্প্রদায়িক মৌলবাদ ও জঙ্গীবাদ। তাদের মদদ দিচ্ছে বিএনপি। অপকর্মে লিপ্ত জামায়াত-শিবিরসহ তাদের সমমনা অশুভ শক্তি। তারা দেশকে পাকিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। কিন্তু কোনদিনও এ দেশের মানুষ তা হতে দেবে না। তাই জঙ্গীবাদীদের সকলে মিলে প্রতিহত করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে গুপ্তহত্যা এবং জঙ্গীবাদী রাজনীতিকে পরিষ্কারভাবেই উস্কে দিচ্ছে বিএনপি-জামায়াতসহ তাদের আন্তর্জাতিক মিত্ররা এমন মন্তব্য করে বাদশা বলেন, দেশী-বিদেশী এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা। এই মুহূর্তে বিশ্ব জঙ্গীবাদী সন্ত্রাসের সাম্রাজ্যবাদী কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে নরম ভূমি হিসেবে বেছে নেয়া হয়েছে। আজকে এই মুহূর্তের কর্তব্য হচ্ছে এই অপশক্তিকে রুখতে জনগণের জাতীয় ঐক্য গড়ে তোলা। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্নীতিমুক্ত থেকে জনগণকে হয়রানির বাইরে রেখে জঙ্গীবাদবিরোধী কর্মকা- পরিচালনা করতে হবে। পাশাপাশি স্থানীয় ক্ষমতাসীন দলবাজদের আশ্রয়ে-প্রশ্রয়ে যুদ্ধাপরাধী মৌলবাদীদের কেউ কেউ জায়গা পাচ্ছেÑ তা বন্ধ করতে হবে। গণতন্ত্রের নামে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ-পরোক্ষ মদদ বন্ধ করতে হবে।
×