ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশে গণতন্ত্র ও রাজনীতি নেই, তাই জঙ্গীবাদের উত্থান হয়েছে ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ জুন ২০১৬

দেশে গণতন্ত্র ও রাজনীতি নেই, তাই জঙ্গীবাদের উত্থান হয়েছে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ উগ্রবাদ ও জঙ্গীবাদ এখন জাতীয় সমস্যা মন্তব্য করে তা থেকে দেশকে মুক্ত করতে সরকার জাতীয় ঐক্যের ডাক দিয়ে কোন প্ল্যাটফর্ম গঠন করলে বিএনপিও এর সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মওদুদ বলেন, বড় দুঃখ লাগে ভাষা আন্দোলন থেকে শুরু করে নানা সঙ্কট মোকাবেলায় অংশ নিয়ে জেল খেটেছি, পুলিশের মার খেয়েছি। দেশ স্বাধীন হয়েছে, সেই মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছি। কিন্তু এতদিন পরও আজও সত্যিকার গণতন্ত্র পেলাম না। মওদুদ বলেন, দেশে গণতন্ত্র ও রাজনীতি কোনটাই নেই। এ কারণেই জঙ্গীবাদের উত্থান হয়েছে। সরকারের একার পক্ষে জঙ্গীবাদ, মৌলবাদ দমন সম্ভব নয়। জঙ্গীবাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তাই শুধু র‌্যাব, পুলিশ দিয়ে জঙ্গীবাদ-মৌলবাদ নির্মূল সম্ভব নয়। এজন্য দরকার জাতীয় ঐক্য। জঙ্গীবাদ সত্যিকার অর্থে নির্মূল করতে চাইলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দরকার। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মওদুদ বলেন, এমন নির্বাচন দরকারই ছিল না। এর চেয়ে সরকার আইন করে নিজ দলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করলেই পারত। তাহলে এত মানুষের প্রাণহানি ঘটত না। তিনি বলেন, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে সরকার। এর চেয়ে বড় রাজনৈতিক অপরাধ আর কিছুই হতে পারে না। আয়োজক সংগঠনের নেতা ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ড্যাব মহাসচিব ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী, শিক্ষক নেতা জাকির হোসেন। বিএনপিকে ধ্বংস করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় সরকার- মাহবুব ॥ বিএনপিকে ধ্বংস করে বর্তমান সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে পুরানা পল্টন ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান বলেন, এ সরকার একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তবে এভাবে বেশিদিন টিকে থাকতে পারবে না, তাদের পতন একদিন হবেই। দেশে কারও নিরাপত্তা নেই অভিযোগ করে তিনি বলেন, গুম-খুনের মাধ্যমে সরকার টিকে থাকার চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াতের নাম করে ব্লেম গেমের আড়ালে দেশে শক্তিশালী বড় ধরনের জঙ্গী উত্থান হয় কিনা এমন আশঙ্কা করে মাহবুবুর রহমান বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, দেশে এর আগে জঙ্গী উত্থান হয়েছিল। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বেপারির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু,খায়রুল কবীর খোকন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের জঙ্গী বানানোর চেষ্টা করছে- রিজভী ॥ সরকার সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে জঙ্গী বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্র্যাসি মুভমেন্ট ‘গণমাধ্যমের স্বাধীনতা ও আজকের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, এখন পর্যন্ত প্রকৃত কোন জঙ্গীকে ধরা হয়নি। সন্দেহভাজন বলে যে ১৪৫ জনকে ধরা হয়েছে তাদের পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে। বিরোধী দলের যেসব নেতাকর্মীকে ধরা হয়েছে তাদের কাছ থেকে এখন জঙ্গী বলে স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করা হচ্ছে। যেভাবেই হোক বিরোধী দলকে জঙ্গী হিসেবে উপস্থাপন করাই সরকারের লক্ষ্য। দৈনিক নয়াদিগন্ত সম্পাদক মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির মহাসচিব এম আমিনুর রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, মাহমুদুল করিম খান, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।
×