ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মরণফাঁদ আমতলী বাইপাস সড়ক

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ জুন ২০১৬

মরণফাঁদ আমতলী বাইপাস সড়ক

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৭ জুন ॥ পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা ও আমতলী-তালতলী মহাসড়কের দুই পয়েন্টে বাইপাশ সড়ক যেন মরণফাঁদ হয়ে আছে দীর্ঘদিন ধরে। কর্তৃপক্ষের কাছে এর কোন গুরুত্ব নেই। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিদিন আমতলী চৌ-রাস্তার বাঁধঘাট বাইপাশ সড়ক দিয়ে যান বাহন চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পটুয়াখালী-কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে আমতলী চৌরাস্তা বাঁধঘাট। এখান থেকে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। সেই পয়েন্টে পাউবো গত বছর জুন মাসে একটি কালভার্ট নির্মাণ কাজ শুরু করে। এক বছর পেরিয়ে গেলেও কালভার্ট নির্মাণ কাজ শেষ হয়নি। কালভার্ট নির্মাণের নামে নরবরে বাইপাশ সড়ক করা হয়েছে। এখন তা জনগণের কাছে মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে আমতলী-তালতলী সড়কের দক্ষিণ পশ্চিম আমতলী পয়েন্টে চার বছর আগে পাউবো স্লুইসগেট নির্মাণের নামে সড়ক কেটে ফেলে রেখেছে। এখানের বাইপাশ সড়ক খানাখন্দে ভরা। পাউবো কর্তৃপক্ষ অর্থ বরাদ্দের দোহাই দিয়ে বছরের পর বছর এভাবে কেটে রেখেছে। বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম জানান, কালভার্ট নির্মাণের কাজ চলছে। অল্প দিনের মধ্যেই এ কাজ শেষ হবে। ছিনতাইকৃত কাভার্ড ভ্যান উদ্ধার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ জুন ॥ নারায়ণগঞ্জে রূপগঞ্জে পুলিশ পরিচয়ে চালক-হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে সুতা বোঝাই কভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ছিনতাই হওয়া কভার্ডভ্যান উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার মধ্যে রাতে রাজধানীর ডেমর এলাকা থেকে কভার্ডভ্যান উদ্ধার করা হলেও সুতা উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, গত রবিবার ভোরে গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাংনাহাটি এলাকার সিআরসি টেক্সটাইল মিল থেকে ১১০ বস্তা সুতা বোঝাই কভার্ডভ্যান ফতুল্লা এলাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কভার্ডভ্যানটি এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের রূপগঞ্জের জিন্দা এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে কাগজপত্র ও তল্লাশির নামে কভার্ডভ্যান চালক লতিফ মিয়া ও হেলপার মাহবুবুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে। রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৭ জুন ॥ হাজীগঞ্জ উপজেলার ধেররায় রেলে কাটা পড়ে মোশারফ হোসেন (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৬টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। মোশারফ শহরের পুরানবাজার মাছ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা আবদুল করিমের ছেলে। সাত বছর পর বিদেশ থেকে এসে মানসিক চাপে ভেঙ্গে পড়েন বলে পরিবার লোকজন জানায়। তিন মাদকসেবীর দ- নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৭ জুন ॥ হাজীগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে আল-আমিন, হাছান মাহমুদ মুন্সী ও মাতৈন গ্রামের সৈকতকে ৬ মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দ-াদেশ দেন। দ-প্রাপ্ত ৩ মাদকসেবী যুবক হাজীগঞ্জ পৌরসভা এলাকার রান্ধুনীমুড়া গ্রামের বাসিন্দা। অস্ত্রসহ দু’ছাত্র আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ধারালো অস্ত্রসহ শেওে বাংলা মেডিক্যালের দুই ছাত্রকে বৃহস্পতিবার রাতে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো, মেডিক্যালের চতুর্থ বর্ষের ছাত্র সাবা-বিন মজিদ ও আব্দুল্লাহ আল মামুন। তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি হাতুড়ি ও ছয়টি সেভেন আপের কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোড এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহজনক ওই দু’যুবককে আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশি করে একটি ধারালো ছুরি, হাতুড়ি ও সেভেন আপের বোতল উদ্ধার করা হয়। নার্সিং কলেজের হোস্টেলে আগুন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর বান্দ রোড মেডিক্যাল সংলগ্ন নার্সিং কলেজের পুরাতন হোস্টেল ভবনের তৃতীয় তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে কলেজের আবাসিক পাঁচ ছাত্রী আহত হয়েছেন। অগ্নিকা-ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। ডাকাত সন্দেহে আটক ছয় নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৭ জুন ॥ ডাকাত সন্দেহে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ভোরে চুনকুটিয়ার চিতাখোলা সড়কের পাশ থেকে পুলিশের একটি টহল দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিক্সা, দুটি রাম দা, দুটি ছোরা, কয়েক টুকরো রশি ও কাপড় উদ্ধার করেছে। পুলিশের দাবি, চিতাখোলা সড়কের পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এরা। পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার চিলাহাটি বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনের একটি চায়ের দোকান হতে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ম্যাগজিনসহ স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩ সদস্যরা। আটককৃতরা হলেন- ডোমারে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিষা গ্রামের আবুল হোসেনের ছেলে নুর ইসলাম (৪০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৪)। দুই ভাইকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলা গোমনাতী গুচ্ছগ্রাম সড়ক এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী দুই ভাই রতন ও বাবু। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার এ ঘটনায় আহত দুই ভাইকে প্রথমে ডিমলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই দুই ভাই ডিমলার সুন্দরখাতা গ্রামের বাট্টু মিয়ার ছেলে। ফেনসিডিলসহ আটক দুই স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বৃহস্পতিবার রাতে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বাঘারপাড়ার খাজুরা ক্যাম্পের পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ফেনসিডিলের বোতলগুলো মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকির মধ্যে লুকানো ছিল। পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই যুবক মোটরসাইকেলে চেপে যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিল। টহল পুলিশ খাজুরা ফিলিং স্টেশনের সামনে তাদের থামার সংকেত দেয়।
×