ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনএসইউর পক্ষে দুটি এ্যাম্বুলেন্স প্রদান

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ জুন ২০১৬

এনএসইউর পক্ষে দুটি এ্যাম্বুলেন্স প্রদান

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ এবং তারেক মেমোরিয়াল হাসপাতালকে দুটি এ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন এনএসইউ টাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের উচ্চ শিক্ষার অন্যতম স্বর্ণদ্বার হিসেবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে দেশের শীর্ষ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের খেতাব অর্জন করেছে। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির এ ধারাবাহিকতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি পার করেছে গৌরবের ২৪ বছর, এ উপলক্ষে গত ৩-১১ মার্চ বিশ্ববিদ্যালয় পালন করে ‘গৌরবের দুই যুগ পূর্তি’ উৎসব। উৎসব চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা সিটি রোড ক্লিনিং প্রোগ্রাম, রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন কর্মকাণ্ড পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২টি এ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিল। হস্তান্তর অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, সদস্য মেজর জেনারেল (অব) আবদুল হাফিজ মল্লিক, সদস্য শাহানা ইয়াসমিন শম্পা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়তুন বিনতে সোলায়মান এ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ। এ সময় উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ডিন এবং একাডেমিক ও প্রশাসনিক প্রধানগণ উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি
×