ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৫

প্রকাশিত: ০৫:৩৪, ১৮ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে দুই, সীতাকু-, দিনাজপুর ও টাঙ্গাইলে একজন করে নিহত হয়েছেন। দামুড়হুদায় লরি-বাস সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। চট্টগ্রাম ॥ নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন রিক্সাচালক ও এক যাত্রী। এরা হলেন- মোঃ পারভেজ (১৮) ও কোহিনুর বেগম (৪৫)। শুক্রবার সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনাটি ঘটে বন্দরটিলা দারুসসালাম মসজিদের সামনে। রিক্সাটি সিমেন্ট ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়। দ্রুতগতিসম্পন্ন একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে অকুস্থলেই নিহত হন পারভেজ। গুরুতর আহত হন কোহিনুর বেগম। তিনি ওই এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। স্থানীয় লোকজন দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। নিহত পারভেজের বাড়ি রাউজান উপজেলার নাতোয়ান বাগিচা ও কোহিনুরের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। সীতাকু-, চট্টগ্রাম ॥ সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলাধীন বাড়বকু- পিএইচপি গ্লাস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় আব্দুস সাত্তার (৯৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আব্দুস সাত্তার উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মৃত মোঃ মকলেছুর রহমানের পুত্র। শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কবিরাজহাটে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ॥ কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে সুকুমার (৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার তালতলা এলাকায়। দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ দামুড়হুদা-জীবননগর মহাসড়কের দর্শনা পল্লী বিদ্যুতের পাওয়ার হাউসের সামনের মহাসড়কে তেলবাহী লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন।
×