ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসামি ছেড়ে দেয়ার ঘটনায় ধূম্রজাল

প্রকাশিত: ০৫:৩৪, ১৮ জুন ২০১৬

আসামি ছেড়ে দেয়ার ঘটনায় ধূম্রজাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অস্ত্র ও ইয়াবা মামলার এজাহার এবং চার্জশীটভুক্ত আসামিকে গ্রেফতারের পর থানা থেকে ছেড়ে দেয়ার ঘটনায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে টেকনাফে। বিষয়টি ধামাচাপা দিতে একই নামের আরেক ব্যক্তিকে আটকে থানায় নিয়ে এসে বিপাকে পড়ে পুলিশ। তবে শেষ পর্যন্ত নিরপরাধ ওই ব্যক্তিকেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের উৎকোচ নিয়ে ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে ছেড়ে দেয় পুলিশ। স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ থানার এএসআই আলমগীরের নেতৃত্বে পুলিশ কেরুণতলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নাইট্যংপাড়ার মনু মিয়ার পুত্র মোঃ সলিম প্রকাশ ইয়াবা সেলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরদিন তাকে এলাকায় দেখা গেলে স্থানীয়রা অবাক বনে যায়। পুলিশ আদালতে সোপর্দ না করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কিভাবে থানা থেকে বেরিয়ে এসেছে? এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন কানাঘুষা চলছে।
×