ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাচীর ভেঙ্গে চার কোটি টাকার মাটি বিক্রি

সন্ত্রাসীদের দাবির মুখে ঘোড়াশালে শিল্প স্থাপনে বাধা

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ জুন ২০১৬

সন্ত্রাসীদের দাবির মুখে ঘোড়াশালে শিল্প  স্থাপনে বাধা

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৭ জুন ॥ বাংলা স্পেশাল ইকোনমিক জোন নামে শিল্পপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও পিলার ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সন্ত্রাসী দল প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে ১২৫ বিঘা জমি থেকে চার কোটি টাকার মাটি বিক্রি করে দিয়েছে। খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক আমজাদ হোসেন খান পলাশ এ ব্যাপারে মামলা করতে গেলে থানার ওসি আবুল কালাম আজাদ রহস্যজনক কারণে মামলা না নিয়ে বিষয়টি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি হলেও ঘটনাটির তদন্তের কোন অগ্রগতি নেই- এমন দাবি প্রকল্প মালিকের। অপরদিকে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কারা এর সঙ্গে জড়িত। প্রকল্প মালিক আমজাদ হোসেন জানান, পলাশ উপজেলার ভিরিন্দা ও কাজৈর গ্রামের শীতলক্ষ্যা নদীর পাড়ে ১২৫ বিঘা জমির ওপর ৫৪টি ৬তলা বিশিষ্ট দালান নির্মাণ করা হবে। এখানে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটিতে বিদেশী প্রযুক্তিতে মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হবে, যা দেশের বিভিন্ন মোবাইল কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের সহায়ক হবে। ইতোমধ্যেই সরকারের অনুমোদন লাভ করেছে প্রতিষ্ঠানটি। তিনি জানান, স্থানীয় প্রভাবশালীদের দাবি তাদের কেনা জায়গা বেশি দামে আমাকে নিতে হবে এবং দালানকোঠা, মাটি ফেলাসহ সমুদয় উন্নয়ন কাজ তাদের মাধ্যমে করাতে হবে। অন্যথায় এখানে তারা কাজ করতে দেবে না। বিষয়টি নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বিপিএমকে জানিয়েছেন বলে তিনি জানান।
×