ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটকায় অতিষ্ঠ রাজশাহী নগরবাসী

প্রকাশিত: ০৫:৩২, ১৮ জুন ২০১৬

পটকায় অতিষ্ঠ রাজশাহী নগরবাসী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সন্ধ্যা হলেই বিকট শব্দে ফটকার আওয়াজে এখন অতিষ্ঠ নগরীর বসিন্দারা। রোজার মাস শুরুর পর থেকেই বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি ও খোলামাঠে চলছে উচ্ছৃঙ্খল যুবকদের পটকাবাজি। ইফতারের পর থেকে শুরু হচ্ছে এসব পটকাবাজি। এতে রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছে। তারাবির নামাজের মুসল্লিরাও অতিষ্ঠ হচ্ছে। নগরীর কাদিরগঞ্জ জামে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বেরিয়ে মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাইরে কারা বিকট শব্দে পটকা ফাটায়। তারা প্রশ্ন রেখে বলেন, নগর পুলিশ কি এদের ব্যাপারে কোন ব্যবস্থা নিতে পারে না। খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যা হলেই মহানগরী জুড়েই চলছে এই পটকাবাজদের দৌরাত্ম্য। মহানগরীর কুমাড়পাড়া, আলুপট্টি, সাহেব বাজার, সোনাদীঘির মোড়, রানীবাজার, অলোকার মোড়, নিউমার্কেট, খড়খড়ি, কাদিরগঞ্জ, শিরোইল কলোনি, আসাম কলোনি, শালবাগান, টিকাপাড়া, ডিঙ্গাডোবা বাইপাস, কোর্ট স্টেশন, কাদের ম-লের মোড়সহ বিভিন্ন এলাকায় ফোটানো পটকার বিকট শব্দে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। তারাবির নামাজ আদায়ের সময় অবিরাম পটকা ফোটানোয় মুসল্লিদের মনোযোগও নষ্ট করছে এসব উচ্ছৃঙ্খল যুবক। কেউ তাদের বাধা দিলেই বাগ্বিত-া থেকে ঘটছে সংঘর্ষের ঘটনাও। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান বিষয়টি তাদের নজরেও এসেছে। অনেকে ফোন করে অভিযোগ করেছে। শীঘ্রই এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
×